পারসিক শাসনব্যবস্থার অঙ্গ হিসাবে স্যাট্রাপদের পরিচয় দাও (ক্ষএপ)Satrapada

পারসিক শাসনব্যবস্থার অঙ্গ হিসাবে স্যাট্রাপদের পরিচয় দাও (ক্ষএপ)

 পারসিক শাসনব্যবস্থার অঙ্গ হিসাবে স্যাট্রাপদের পরিচয় দাও (ক্ষএপ)

পারসিক শাসনব্যবস্থার অঙ্গ হিসাবে স্যাট্রাপদের পরিচয় দাও (ক্ষএপ)

বর্তমান কালের ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল। পারস্যকে কেন্দ্র করে প্রাচীন যুগে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য হল আকিমেনীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস। এই সাম্রাজ্য বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। পারস্য সম্রাট সাইরাস সুবৃহৎ সাম্রাজ্যের শাসন পরিচরনার জন্য তিনি তার সাম্রাজ্যকে ক্ষুদ্র বৃহৎ কয়েকটি প্রশাসনিক এককে পরিণত করেন এই একক গুলিই স্যাট্রাপি নামে পরিচিত। স্যাট্রাপিতে নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তাদের স্যাট্রাপ বলা হয়।


 গ্রিক শব্দ স্যাট্রাপিয়া থেকে স্যাট্রাপি শব্দটির উৎপত্তি হয়েছে যার অর্থ হল প্রাচীন পারস্যের প্রদেশ। আর গ্রিক শব্দ 'স্যাট্রাপেস' থেকে 'স্যাট্রাপ' শব্দের আবির্ভাব ঘটেছে যার অর্থ প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তা। আবার পারসিক ক্ষএপ শব্দটি সংস্কৃত ক্ষত্রিয় শব্দ থেকে উদ্ভত হয়েছে। পারসিক ভাষায় ক্ষএপ' বলতে শহরে রক্ষাকর্তাকে বোঝানো হয়।


 স্যাট্রাপদের নিয়োগের ক্ষেত্রে যেসব বিষয় গুলি গুরুত্ব দেওয়া হয় সেগুলি হল-a) পারসিক সম্রাটগণই এদের নিয়োগ করেন। b) স্যাট্রাপ পদে নিযুক্ত করা হত রাজপরিবার বা অভিজাত পরিবারের সদস্যদের। সদস্যদের।c) উত্তরাধিকার 'উত্তরাধিকার সূত্রে নতুন স্যাট্রাপ পদলাভ করতে পারতেন।


 স্যাট্রাপির প্রধান শাসনকর্তা হিসাবে স্যাট্রাপদের বেশকিছু কাজ করতে হত। যেমন- ট্যাক্স আদায় করা ও তা সরকারি কোষাগারে জমা দেওয়া, যুদ্ধে পারদর্শী ব্যক্তিকে সেনাবাহিনী তে নিয়োগ করা, অভ্যন্তরীণ বিদ্রোহ গুলির অবসান ঘটানো, বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করা, সামরিক শক্তির রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি।


 স্যাট্রাপরা প্রদেশগুলির শাসন ক্ষমতা ভোগ করলেও তারা যাবতীয় কাজের জন্য সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন। নিয়োগ থেকে শুরু করে পদচ্যুতি পর্যন্ত স্যাট্রাপদের ভাগ্য নির্ভরশীল ছিল সম্রাটের ওপর। দায়িত্বের অবহেলা দেখালে তারা সম্রাট কর্তৃক পদচ্যুত হতেন।


 পরবর্তী সময়ে পারস্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়লে সেই সুযোগে বিভিন্ন পারসিক স্যাট্রাপির শাসকগন স্বাধীনতাকামী হয়ে ওঠেন। পারসিক্ সম্রাট দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডারের শাসনকালে স্যাট্রাপগণ বিদ্রোহ ঘোষণা করেন।


 প্রশাসনিক ক্ষেত্রে স্যাট্রাপ বা ক্ষএপদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও কালক্রমে এই পদটি বংশানুক্রমিক হওয়ায় প্রশাসনে অযোগ্য ব্যক্তির অনুপ্রবেশ ঘটে। স্যাট্রাপদের বারবার বিদ্রোহ ঘোষনার ফলে স্যাট্রাপগুলি ভেঙে যায়।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟