ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা কর

ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা কর

ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা কর

নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে বোঝায় সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাজা প্রজার সার্বভৌম শাসক ৷ রাষ্ট্রের শাসনকার্যে বিচার বিভাগীয় ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে রাজার একচেটিয়া আধিপত্য থাকবে ৷ তিনি হবেন আইনের ঊর্ধ্বে ৷ মানুষের তৈরি আইন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না ৷ একমাত্র প্রাকৃতিক ও দৈত্য আইনের দ্বারায় তিনি নিয়ন্ত্রিত হবেন ৷ শক্তিশালী চার্চ এর বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা তার থাকবে ৷ মধ্যযুগের ইউরোপের যে শাসনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল তার স্থানে ধীরে ধীরে এই নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ৷ এই প্রসঙ্গে ফ্রান্স ছিল উল্লেখযোগ্য ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

আমলাতন্ত্র হলো রাষ্ট্রের অন্যতম সহায়ক হাতিয়ার ৷ এক্ষেত্রে ফ্রান্সের সম্রাটগণ এই আমলা দের নিয়োগ করতেন এবং বেতন দিতেন ৷ তাই এদের একমাত্র কর্তব্য হত রাজার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা ৷ এক্ষেত্রে সতেরো শতকের মধ্যে ফ্রান্সে একটি নিরঙ্কুশ রাজতন্ত্র বিকশিত হয়েছিল ৷ রাজা চতুর্দশ লুই বলেছিলেন,"আমিই রাষ্ট্র" ৷ এক্ষেত্রে রাজার ক্ষমতার শক্তিশালী করন চার্চকে রাষ্ট্রের অধীনস্থ করার সাথে সাথে হিউগ্রেনেটদের দমন সমান্তরাল ভাবে চলেছিল ৷


প্রোটেস্টান বাদের বিস্তারের ফলে সপ্তদশ শতকের ফ্রান্স নিজেকে বিভক্ত দেখতে চেয়েছিল ৷ দেশটির উত্তরাংশ এবং রাজ পরিবার ক্যাথলিক ধর্মের পক্ষে ছিলেন যখন দক্ষিণে প্রতিষ্ঠানদের প্রাধান্য ছিল মূলত এই কেন্দ্রিকরণ নীতি নিরঙ্কুশ রাজতন্ত্র সৃষ্টিতে বাধা প্রদান করেছিল ৷

 ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের সবথেকে বিখ্যাত ব্যক্তি হলেন চতুর্দশ লুই ৷ তার রাজত্বকালে ফরাসি রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল তার আদালত ৷ তবে এই রাজতন্ত্র সর্বগ্রাসী একনায়ক তন্তের মতো ছিল না এবং রাজার ক্ষমতা সীমা ছিল রাজ্যের মৌলিক আইন বিকশিত হয়েছিল সময়ের সাথে সাথে যেগুলো ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব পর্যন্ত রাজা নিরঙ্কুশ ক্ষমতার উপর সীমাবদ্ধতা রেখেছিল ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟