ভারতীয় ইউনিয়নদের মধ্যে দেশীয় রাজ্য শাসিত রাজ্যগুলির ঐক্য প্রক্রিয়া বিশ্লেষণ কর

ভারতীয় ইউনিয়নদের মধ্যে দেশীয় রাজ্য শাসিত রাজ্যগুলির ঐক্য প্রক্রিয়া বিশ্লেষণ কর

 ভারতীয় ইউনিয়নদের মধ্যে দেশীয় রাজ্য শাসিত রাজ্যগুলির ঐক্য প্রক্রিয়া বিশ্লেষণ কর

ভারতীয় ইউনিয়নদের মধ্যে দেশীয় রাজ্য শাসিত রাজ্যগুলির ঐক্য প্রক্রিয়া বিশ্লেষণ কর

স্বাধীনতা লাভের পর ভারত যে সমস্ত জটিল সমস্যা সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো দেশ ভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা,শরণার্থী সমস্যা ইত্যাদি ৷ তবে অপর যে সমস্যাটি স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই ভারতে ভীষণভাবে বিব্রত করেছিল সেগুলির মধ্যে সেগুলি হল দেশীয় স্বাধীন রাজ্যগুলির ভারতভুক্তির প্রশ্ন সংক্রান্ত বিতর্ক সমস্যা ৷ স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ কর্তৃক প্রখ্যাতভাবে শাসিত রাজ্যগুলির সংখ্যা ছিল 60 একটি যার মোট আয়তন ছিল ভারতের ভূখণ্ডের ৪৮ ভাগ । স্বাধীনতার পর ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই বিপুল সংখ্যক রাজ্যগুলির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জটিলতার সমস্যার উদ্ভব ঘটে ৷



১৯৪৭ সালের ১৪ জুলাই "দি গ্রেট ইন্ডিপেন্ডেন্ট ১৯৪৭ " এ বলা হয় যে দেশীয় রাজ্যগুলিকে হয় নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে হবে অথবা ভারত পাকিস্তানের যে কোন একটি রাষ্ট্রের যোগদান করতে হবে ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ইটলি অবশ্যই বলেন ব্রিটিশ সরকার কোনভাবেই দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্বকে স্বীকার করবে না ৷ তিনি আরো বলেন এই রাজ্যগুলোর উচিত ভারত বা পাকিস্তানের কোন একটি রাষ্ট্রের সাথে সংযুক্ত হওয়া কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ভূপাল,হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কর সহ আরো বেশ কিছু রাজ্য স্বাধীনতা ঘোষণা করতে উদ্যত হয় ৷ এতে জাতীয় কংগ্রেসের ক্ষুদ্ধ হয়ে ১৯৪৭ সালের ১৫ জন সুস্পষ্ট ভাবে ঘোষণা করেন যে," ইংরেজদের ভারত ত্যাগের পর কোন দেশীয় রাজ্য স্বাধীন অস্তিত্ব জাতীয় কংগ্রেস স্বীকার করবে না ৷" জহরলাল নেহেরু বলেন ভারতের ভৌগলিক সীমারেখার মধ্যে কোন স্বাধীন রাজ্যের অস্তিত্বের স্বীকার করা হবে না ৷



রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহ মানব সরদার বল্লভ ভাই প্যাটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷ দেশীয় রাজ্য দপ্তর নামে একটি পৃথক দপ্তর খোলা হয় ৷ বল্লভ ভাই প্যাটেলে বেশিও রাজন্ন বর্গের উপর প্রবল কূটনৈতিক চাপ সৃষ্টি করে এবং প্রয়োজনের চাপ প্রয়োগেরও ভয় দেখান ৷ তারপর বল্লভ ভাই প্যাটেল আলোচনা কালে বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের এই বলে দোষারোপ করতে না পারে যে আমাদের শাসন নিয়ে সুযোগ এসেছিল কিন্তু আমরা তা সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ এক পবিত্র দেশ গড়ে তুলি ৷" ভারত স্বাধীন লাভের মাত্র তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ রাজ্যগুলি বিশাল ভাতা খেতাব ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে "Instrument of Accession" এর নামক ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন । ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল যদি না দৃঢ় হস্তে হায়দ্রাবাদ সহ শত শত দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করতেন, তবে আজ আমাদের দশা হতো বলকান জাতির মতো ৷"



ভারতের সঙ্গে এই দেশীয় রাজ্যগুলিকে সংযুক্তিকরণের ব্যাপারে কয়েকটি পদ্ধতি নেওয়া হয় ৷ যেমন 

  1. সন্নিহিত প্রদেশগুলোর সঙ্গে দেশীয় রাজ্যগুলির সংযুক্তি উদাহরণ হিসেবে ওড়িশা, মধ্যপ্রদেশের , পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির তেমনি সঙ্গে দাক্ষিণাত্যের গুজরাট রাজ্যগুলি, গরোয়াল,রামপুর,বেনারসকে উত্তরপ্রদেশের সঙ্গে কোচবিহারের পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্তির কথা বলা হয় ৷
  2. কয়েকটি রাজ্যকে সংযুক্তি করে এক একটি বৃহৎযুক্ত রাজ্যে গঠন হয় ৷ যেমন রাজস্থানের যুক্তরাজ্যের পাঞ্জাবের যুক্তরাজ্য কিছু প্রদেশের যুক্তরাজ্য প্রভৃতি ৷
  3. হিমাচল প্রদেশ, বিলাসপুর, ভোপাল ও মনিপুর কে কেন্দ্রীয় শাসনাধীনে আনা ৷ এভাবেই ২১৬ টি রাজ্যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুক্ত হয়ে ২৭৫ টি দেশীয় রাজ্য পাঁচটি রাজ্যে পরিণত হয় এবং ৬১টি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যোগ করা হয়।



এসব রাজ্যগুলির ভারতের সঙ্গে যোগ দিলেও ব্যতিক্রম ছিল তিনটি রাজ্য জুনাগড় হায়দ্রাবাদ ও কাশ্মীর ৷ সর্দার বল্লভ ভাই প্যাটেল দাবার ভাষা ব্যবহার করে এই তিনটি রাজ্যকে বলেন হায়দ্রাবাদ হলো রাজা, জুনাগড় বোড়ে এবং কাশ্মীর রানি ৷ প্যাটেলের লক্ষ্য ছিল হায়দ্রাবাদ কাশ্মীর না পেলেও তারা চলত কিন্তু নেহেরুর ইচ্ছা ছিল কাশ্মীর এই প্রসঙ্গে লিখেছেন প্যাটেলের রাজা উপরে গেলেও চলবে ৷ বড়লাট একমত ছিলেন কিন্তু কাশ্মীর নিয়ে নেহেরুর আবেগের বন্যার সব আপত্তি ভাসিয়ে দিল প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্বে এই তিনটি রাজ্যে একে একে  ভারত ভূখণ্ডে যোগ দিতে বাধ্য হয় ।



কাঁথি যাবার উপদ্বীপে অবস্থিত জুনাগড় রাজ্যের নবাব ছিলেন মুসলিম কিন্তু 40 শতাংশ ছিল হিন্দু ৷ ১৯৪৭ সালের ১৫ আগস্ট জুনাগরে নবাব পাকিস্তানের যোগদানের সিদ্ধান্ত নিলে তারা রাজ্যে প্রবল গণভিক্ষ দেখা দেয় । সরদার প্যাটেলের নির্দেশে ভারতের সেনাবাহিনী জুনাগড় প্রবেশ করেন ৷ ১৯৪৮ এর ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ ভারতের সঙ্গে সংযুক্তির পক্ষে সব প্রকাশ করেন এবং জুনাগড় ১৯৪৯ জানুয়ারি মাসে ভারতের অন্তর্ভুক্ত হয় । জুনাগড়ের ন্যায় হায়দ্রাবাদের শাসক ছিলেন মুসলিম কিন্তু জনসংখ্যা ৮৫% ছিলেন হিন্দু রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ ভারতে যোগদানের পক্ষপাতিত্ব হলেও হায়দ্রাবাদ স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে সচেষ্ট ছিলেন ৷ কিন্তু ভারতবর্ষ হায়দ্রাবাদকে ভারতভুক্ত করতে সচেষ্ট হন । ১৯৪৮ সালে সেপ্টেম্বর মাসে ভারত সরকার নিজাম ভারতের দাবি উপেক্ষা করলে ১৯৪৮ খ্রিস্টাব্দে ১৩ সেপ্টেম্বর জেনারেল চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং ১৮ই সেপ্টেম্বর সমগ্র রাজ্যটি দখল করে ১৯৪৯ এ ২৬ শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় ৷




ভারতভুক্তির ক্ষেত্রে সব থেকে কঠিন সমস্যা হয়ে ওঠে কাশ্মীর ৷ ভারতের উদ্ধে অবস্থিত ৪৮,৪৭১ বর্গমাইল এলাকা বিশিষ্ট কাশ্মীর রাজ্যটি আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল ৷ কাশ্মীরের রাজা হরি সিং সতন্ত্র স্বাধীন কাশ্মীরের পক্ষে ছিলেন ৷ অপরদিকে রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এর সভাপতি গঠন করতে থাকে আবার অপরদিকে পাকিস্তান দাবি করে কাশ্মীরের অধিকাংশ জনগণ যেহেতু মুসলিম সম্প্রদায় ভুক্ত তাই কাশ্মীরে পাকিস্তানের অন্তর্ভুক্তই হলো স্বাভাবিক প্রক্রিয়া ৷ তার ফলে কাশ্মীর সংক্রান্ত প্রশ্ন জটিল আকার ধারণ করে ১৯৪৭ সালে ২৬ শে অক্টোবর মহারাজ হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন ৷ কিন্তু পাকিস্তানি হানাদার কাশ্মীরের প্রবেশ করে ১৯৪৭ সালে ৩১ ডিসেম্বর কাশ্মীর সমস্যাটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের উপস্থাপিত হয় । ১৯৪৭ খ্রিস্টাব্দে ৩১শে ডিসেম্বর কাশ্মীরের যুদ্ধ বিরোধী ঘোষিত হয় কিন্তু কাশ্মীর সংক্রান্ত সমস্যা সমাধানে পুরোপুরি সম্ভব হয়নি ৷ কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং বাকি অংশটি ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এর গুরুত্বপূর্ণ সমাধান আজও ইতিহাসের অমীমাংসিত হয়ে রয়েছে ।


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟