বাবরের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর অথবা বাবর সম্পর্কে আলোচনা কর

বাবরের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর অথবা বাবর সম্পর্কে আলোচনা কর

বাবরের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর অথবা বাবর সম্পর্কে আলোচনা কর
বাবরি চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর
তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ হলো সিংহ ৷ বাবর শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাসে নয়, সমগ্র মধ্যযুগের ইতিহাসে এক রোমান্টিক ও হৃদয়গ্রাহী ব্যক্তিত্ব বৈশিষ্ট্য ছিল ৷ এক দিকে চেঙ্গিস খান ও তৈমুর লংয়ের শৌর্য , বীর্য অন্যদিকে পারস্যের উদার সংস্কৃতি তার চরিত্রের মধ্যে পরিস্ফুটিত হয়েছে ৷ অধ্যাপক এস রায় লিখেছেন বাবরের চরিত্রে মঙ্গল জাতির বীর্য ও জেদ, তুর্কি জাতির কষ্ট সহিষ্ণুতা ও দক্ষতা এবং পারসিকদের সংস্কৃতি ও নম্রতার সমন্বয় ঘটেছিল ৷" ঐতিহাসিক হ্যাভেল বলেছেন," বাবর ইসলামের ইতিহাসের সব থেকে অন্যতম আকর্ষণ যোগ্য ব্যক্তিত্ব ছিল ৷ রাসগ্রুক উইলিয়াম বলেছেন বাবরের চরিত্র ৮ টি গুণের প্রভাব লক্ষ্য করা যায় যথা -, বিচক্ষণতা, মহান উচ্ছ্বাসা, যুদ্ধ নিপুনতা, সুদক্ষ শাসন কৌশল , প্রজাহিতৈসী, উদার প্রশাসনিক আদর্শ, সৈন্যদের হৃদয় জয়ের ক্ষমতা ও ন্যায় বিচারের প্রবণতা ৷

 

বাবুর শুধুমাত্র একজন সুনিপন যোদ্ধায় ছিলেন না তিনি ছিলেন একজন মহান পন্ডিত ও কবি । আরবী ও ফারসি ভাষায় ছিল তার সমান দক্ষতা, তুর্কি ভাষায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুক-ই বাবরি বা বাবুর নামা যা থেকে সমকালীন ভারতবর্ষের নানা দিক সম্পর্কে জানা যায় । সমকালীন ভারতবর্ষের ইতিহাসমূলক গ্রন্থ হিসাবে এই রচনা মূল্য অপরিসীম ৷ আত্মজীবনীতে ভারতবর্ষের মানুষ, কৃষি ব্যবস্থা, ফলমূল ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন ৷ বাবর নিজে গান গাইতেন ও সুরারোপ করতেন স্থাপত্য বিদ্যাতেও তার গভীর আগ্রহ ছিল ৷


বাবরের চরিত্রে ধর্মীয় গোড়ামী ছিল না। তিনি ছিলেন একনিষ্ঠবান সুন্নি মুসলমান ৷ ঈশ্বরের শক্তি ও ভালবাসার উপর তার ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ৷ সর্বদা বলতেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোন কিছু ঘটতে পারে না ৷ কেউ কেউ আকবরের উদারতার সাথে বাবরের ধর্ম সহিষ্ণুতার তুলনা করার চেষ্টা করেছেন , যদিও তা কল্পনা মাত্র বলে অনেকে আবার মনে করেন ৷ আকবরের সহিষ্ণুতার মৌলিকত্ম বাবরের ছিল না।


একজন সৈনিক ও দক্ষ সমরনায়ক এর সমস্ত গুণাবলী বাবর মধ্যে সমন্বিত ছিল ৷ নেতৃত্বের সহজাত প্রতিভার অধিকারী বাবরের মস্তিষ্ক ও হৃদয় সক্রিয় ও প্রাণবন্ত থাকায় সেনাবাহিনীর অকুণ্ঠ আনুগত্য পেতে তার অসুবিধা হয়নি । একজন সু চতুর সমরনায়ক ও দরদী রাষ্ট্র নেতা হিসাবে তিনি তার সেনাবাহিনীর শক্তি সামর্থ্য মানসিকতা সীমাবদ্ধতা ইত্যাদি প্রতিষ্ঠিত প্রতিটি দিক সম্পর্কে অবহিত ছিলেন ৷ পানিপথ খানুয়ার ও ঘর্ঘরার যুদ্ধে মুঘল বাহিনীর সাফল্যের মূল কৃতিত্ব বাবরের ৷


সামরিক নেতা হিসেবে বাবর যতটা সফল ছিলেন ঠিক ততটাই ব্যর্থ ছিলেন সাম্রাজ্যের সংগঠক হিসাবে ৷ তার মধ্যে যোদ্ধা সাহস ছিল কিন্তু সংগঠকের পারদর্শিকতা ছিল না কাজে বিশেষ অর্থদায় করেননি এবং প্রশাসনকে মজবুত করার চেষ্টাও করেননি ৷ এক কথায় রাজতন্ত্রের কোন মৌলিক আদর্শ তিনি প্রচার করে যেতে ব্যর্থ হয়েছেন ৷


প্রসাশক হিসাবে ব্যর্থ হলেও বাবরের কৃতিত্বকে অস্বীকার করা যাবে না ৷ বাবরের কৃতিত্ব বিচার করার সময় মনে রাখা দরকার তিনি কি ভীষণ প্রতিকূল অবস্থার মধ্যে জীবনের দৌড় শুরু করেছিলেন ৷ স্বদেশে তার শত্রুর অভাব ছিল না ৷ বারবার তিনি পিতৃরাজ থেকে বিতাড়িত হয়েছেন ৷ অসীম সাহসিকতা ও অপারাজয় মনোবল আর কঠোর পরিশ্রমের বিনিময়ে তিনি নিজের পথ তৈরি করে নিয়েছেন ৷ বিদেশের মাটিতে পরপর তিনটি যুদ্ধের সুসংগঠিত তিনটি শক্তিকে পরাজিত করা কম কৃতিত্বের নয় ।


পরিশেষে বলা যায় বাবরের চরিত্র ছিল বৈচিত্র্যময় হয়তো শাসনতান্ত্রিক পরিকাঠামো গড়ে তোলার সময় তিনি তা করতে পারেনি , তাছাড়া ভারতবর্ষের আস্থা অর্জন করা হয়েছিল রীতিমতো কঠিন একটা কাজ । তাই এ দেশের প্রচলিত ব্যবস্থার উপর আঘাত হানার কোন চেষ্টা তিনি করেননি । এই সকল কারণে ঐতিহাসিক আর পি ত্রিপার্টি বলেছেন বাবরের কৃতিত্ব যথার্থ বিচারের জন্য তিনি কি করতে পারেন নি তা না দেখে দেখা উচিত তিনি কি করতে চেয়েছেন বা করেছেন ৷ বাবর যাযাবর সৈনিক হিসেবে জীবন শুরু করে রাজকীয় শাসন প্রবর্তনের চেষ্টা করেছেন এই কারণে ঐতিহাসিক লেনপুল বলেছেন,"বস্তুত একদিকে তৈমুর বংশের রুদ্ররূপ আর অন্যদিকে সম্রাট আকবরের শান্ত অথচ শক্ত রাজকীয় শাসনব্যবস্থায় এই দুই বিপরীত ধারা যোগসূত্র ছিলেন বাবর ৷" হাভেল যথার্থ বলেছেন," সব মিলিয়ে বাবর ছিলেন ইসলাম জগতের এক অতি আকর্ষণীয় ব্যক্তিত্ব ৷"


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟