প্রথম রাজেন্দ্র চোলকে কেন চোলবংশের শ্রেষ্ঠ নরপতি বলা হয়? অথবা, তাঁর সাম্রাজ্যবিস্তার নীতি সম্পর্কে কী জান?

প্রথম রাজেন্দ্র চোলকে কেন চোলবংশের শ্রেষ্ঠ নরপতি বলা হয়? অথবা, তাঁর সাম্রাজ্যবিস্তার নীতি সম্পর্কে কী জান?

 প্রথম রাজেন্দ্র চোলকে কেন চোলবংশের শ্রেষ্ঠ নরপতি বলা হয়? অথবা, তাঁর সাম্রাজ্যবিস্তার নীতি সম্পর্কে কী জান?

প্রথম রাজেন্দ্র চোলকে কেন চোলবংশের শ্রেষ্ঠ নরপতি বলা হয়? অথবা, তাঁর সাম্রাজ্যবিস্তার নীতি সম্পর্কে কী জান?

প্রথম রাজেন্দ্র চোল ১০১৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন । সিংহাসনে বসেই তিনি রাজ্যবিস্তার নীতিতে মনোযোগ দেন । তাঁর রাজ্যবিস্তার নীতি সম্পর্কে জানতে গেলে তিরুমালাই ও তাঞ্জোর লিপির ওপর নির্ভর করতে হয়। 


প্রথমেই তিনি মহীশুরের গঙ্গরাজ্য ধ্বংস করেন । তিনি পশ্চিমে চালুক্যদের সঙ্গে একাধিকবার যুদ্ধ করেন এবং চালুক্যরাজ জয়সিংহকে পরাজিত করেন।

তিনি বাংলা আক্রমণ করেন এবং পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র, পশ্চিমবঙ্গের মহীপাল এবং দক্ষিণবঙ্গের রণসূরকে পরাজিত করেন । বঙ্গদেশ অভিযানের পর তিনি গাইকোন্ড উপাধি ধারণ করেন । বঙ্গবিজয় শেষ করে তিনি কাবেরী নদীর তীরে গন্ডাইকোন্ডচোলপুরম নামে একটি নতুন রাজধানী স্থাপন করেন।




রাজেন্দ্র চোল সিংহলরাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ব্রহ্মদেশের একাংশ । শ্রীবিজয় রাজ্য (মালয়, সুমাত্রা ও যবদ্বীপ) জয় করে অবিস্মরণীয় কীর্তির অধিকারী হন।



 রাজেন্দ্র চোল চিনের সঙ্গে সৌহার্ণাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন ৷ ১০১৬ ও ১০৩৩ খ্রিস্টাব্দে তিনি চিন সম্রাটের নিকট দূত প্রেরণ করেন । প্রথম রাজেন্দ্র চোলের উল্লেখযোগ্য কৃতিত্ব হল সুমাত্রার শৈলেন্দ্র বংশের বিরুদ্ধে নৌ-অভিযান প্রেরণ । তিনি ১০২৫ খ্রিস্টাব্দে শৈলেন্দ্র বিরুদ্ধে একটি শক্তিশালী নৌবাহিনী প্রেরণ করেন । শৈলেন্দ্র বংশীয় নরপতি বিজয়োতুঙ্গবর্মনকে পরাজিত করে বন্দি করেন । ফলে শৈলেন্দ্র সাম্রাজ্যের কয়েকটি অঞ্চল চোল সম্প্রদাযুক্ত হয় ।


 এইভাবে চোল সাম্রাজ্যের সীমানা সর্বাধিক বিস্তৃত হয় এবং তাঁর আমলেই চোল সাম্রাজ্য ব্যাপক সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় ।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟