সুলতানি সাম্রাজ্যের পতনের চারটি কারণ উল্লেখ করো।

সুলতানি সাম্রাজ্যের পতনের চারটি কারণ উল্লেখ করো।

 সুলতানি সাম্রাজ্যের পতনের চারটি কারণ উল্লেখ করো। 

সুলতানি সাম্রাজ্যের পতনের চারটি কারণ উল্লেখ করো।


ইলতুতমিশ, আলাউদ্দিন খলজি ও মহম্মদ বিন তুঘলকের বাহুবল ও প্রতিভা দ্বারা যে-বিশাল সুলতানি সাহাজ্য গড়ে ওঠে তা নানা কারণে পতনোমুখ হয় ।


 সুলতানি সাম্রাজ্যের বিশালতা ছিল এই সাম্রাজ্যের পতনের একটি অন্যতম কারণ । অনুন্নত যোগাযোগ ব্যবস্যাকে কাজে লাগিয়ে প্রায়শই প্রাদেশিক শাসনকর্তাগণ বিদ্রোহ ঘোষণা করতেন । তাঁদের স্বাধীনতালাভের ঘটনাও ব্যতিক্রম ছিল না। ফলে সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে । এই বিদ্রোহগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা পরবর্তী সুলতানদের ছিল না ।


 মনে রাখতে হবে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি ছিল সামরিক শক্তি । গিয়াসউদ্দিন বলবন ও আলাউদ্দিন খলজির মতো স্বৈরাচারী শাসক জনগনের কোনো সমর্থন পায়নি ।


 সুলতানি সাম্রাজ্য পতনের দায় থেকে মহম্মদ বিন তুঘলককে কোনোমতেই রেহাই দেওয়া যায় না । তিনি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে চরম ব্যর্থতায় পর্যবসিত হন । এতে সুলতানি সাম্রাজ্যের অর্থভাণ্ডার দেউলিয়া হয়ে পড়ে । এর প্রভাব পড়ে প্রশাসনিক ক্ষেত্রে, যার ফল ছিল প্রাদেশিক বিদ্রোহ সংগঠিত হয় । স্বভাবতই তাঁর আমলে সুলতানি সাম্রাজ্যের বিপর্যয় ঘটে ।


 সুলতানি সাম্রাজ্য পতনের আর-একটি কারণ ছিল বৈদেশিক আক্রমণ । সুলতানি যুগের প্রথমদিকে ভারতবর্ষে বারবার মোঙ্গল আক্রমণ হয়েছে । সবচেয়ে বড়ো আঘাতটি আসে ১৩৬৮ খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে । এই সময় তৈমুর লঙের ভারত আক্রমণ ও লুন্ঠনের ঘটনায় দিল্লি বিপর্যস্ত হয়ে পড়েছিল । যা সামাল দেওয়ার ক্ষমতা পরবর্তী সুলতানদের ছিল না।


শেষ পর্যন্ত ১২২৬ খ্রিস্টাব্দে মোগলবীর বাবর ক্ষয়িষ্ণু সুলতানি সাম্রাজ্যের  উপর শেষ মোক্ষম আঘাত হানেন । বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা করে ৷

তোমাকে অনেক ধন্যবাদ সুলতানি সাম্রাজ্যের পতনের চারটি কারণ উল্লেখ করো। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟