ইউরোপীয় অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রভাব

ব্ল্যাক ডেথ

ইউরোপীয় অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রভাব

ইউরোপীয় অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রভাব


আসলে পরিবর্তনশীলতাই হলো ইতিহাসের ধর্ম ৷ ইউরোপের অর্থনৈতিক ইতিহাস নানা খাতে বিভিন্ন পর্যায়ে নব আঙ্গিক এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৷ মরিস ডব,পল সুইজি, প্রমুখ আধুনিক ঐতিহাসিক খ্রিস্টীয় চতুর্দশ, সপ্তদশ শতক সময়কালকে ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ যুগ পরিবর্তনের অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন ৷ ইউরোপীয় অর্থনীতিতে একাধিক ঘটনা নানাভাবে প্রভাবিত করলেও 1348 থেকে 59 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মরক মহামারীর প্রভাব-ইউরোপীয় অর্থনীতিতে ছিল অত্যন্ত ভয়াবহ ৷ 


 ব্ল্যাক ডেথের ফলে প্রচুর সংখ্যক কৃষক মৃত্যুর মুখে পতিত হয় ৷ ফলে ইংল্যান্ডের শিল্প ও চাষাবাসের কাজে এক বিরাট সমস্যার উদ্ভব হয় ৷ মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যে ম্যান্ডারিয়াল সিস্টেম তৈরি হয়েছিল তা দুর্বল হতে থাকে । কৃষিকাজ প্রায় বন্ধ হবার উপক্রম হয় ৷ মহামারীতে প্রচুর মানুষের মৃত্যু হলে বেঁচে থাকা অবশিষ্ট শ্রমিক কৃষক অতিরিক্ত সুযোগ সুবিধা মজুরি বৃদ্ধির দাবি করতে থাকে ফলে ক্ষুদ্র জমিদাররা এ ব্যাপারে রাজার হস্তক্ষেপ দাবি করেন ৷ সরকার ও জমিদারের পক্ষে নিয়ে অতিরিক্ত মজুরি দাবির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে ৷ তবে ইংল্যান্ড ও ফ্রান্সের সরকারি আইন জারি হলেও কৃষকদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি ফলে ইউরোপ মহাদেশে কৃষক বিদ্রোহ দেখা দেয় ৷


এমত অবস্থায় জমিদারগণ ক্ষুদ্রাকৃত জমিগুলোকে একত্রিত করে বৃহদায়তন জমিতে পরিণত করে ৷ উন্নত মানের কর্ষণ পদ্ধতিতে চাষবাস শুরু করেন ৷ কোথাও কোথাও আবার নির্দিষ্ট করের ভিত্তিতে জমি গুলি কে কৃষকদের মধ্যে বন্ধন করে দেবার ব্যবস্থা করেন ৷ আবার কোন কোন ক্ষেত্রে কৃষি ক্ষেত্রকে পশুচারণ খেতে পরিণত করে ক্রমবর্ধমান শ্রমিক সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয় । ফলে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন সংঘটিত হয় ৷


তবে ব্ল্যাক ডেথের ফলে বিভিন্ন শ্রেণীর ভূস্বামীর উপর প্রভাব পড়েছিল ৷ ছোট ছোট শ্রমিকরা বেশি সমস্যায় পড়েছিল ৷ ২০ থেকে ৪০ বছরের দীর্ঘমেয়াদী ইজারার প্রতিশ্রুতি দিয়েও কৃষকদের আকর্ষণ করা যায়নি । মহামারীর ফলে ইউরোপের সর্বোচ্চ গ্রাম জীবনের চেহারা পাল্টে যায় ৷ জনহীন গ্রাম পরিত্যক্ত ক্ষেত খামার শ্মশানের আকার ধারণ করে ৷ ইংল্যান্ডের এইরূপ দেড় হাজার গ্রামের সন্ধান পাওয়া গিয়েছিল এর ফলে গ্রামের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে ৷


মহামারীজনিত লোকক্ষয় কৃষকদের জীবন কিছুটা ইতিবাচক দিক নির্ণয় করে৷  বহু কৃষিজীবি অতি প্রয়োজনীয় পুরানো ক্ষেতটুকি রেখে অন্যদের ইজারা দিয়েছিল ৷ বৃত্তশালী কৃষক ছোট ক্ষেতের মালিক এমন কি ভূমির ভূমিহীন কৃষকরাও কিছু লাভজনক হয়ে ওঠে ৷ ব্ল্যাক ডেথ জড়িত কারণেই বহু দেশে ম্যানর ব্যবস্থার অবলুপ্তি হয় ৷ বৃত্তশালী মালিকরা অনেক সময় শিল্প স্থাপনে এগিয়ে এসেছিলেন ৷ ফলে পরবর্তী ক্ষেত্রে বাণিজ্যিক বিস্তার সহজ হয়ে ওঠে আর এই বাণিজ্য বিস্তারের হাত ধরে জেনেয়া ফ্লোরেন্স , ভেনিস প্রভৃতি নগর উপকৃত হয় ।


ব্ল্যাক ডেথ জনিত কারণে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নানান উত্থানপতন ভাঙ্গা গড়া লক্ষ্য করা যায় ৷ কোন কোন শ্রেণীর কাছে মহামারীর আর্থিক সুবিধা হাজির করলেও জীবনের অন্যান্য দিকগুলি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় ৷ এই সময় ইউরোপের বিভিন্ন প্রান্তে ফুটে উঠেছিল পরিশ্রান্ত, ক্লান্ত ,উৎসাহীন মানুষের মুখের প্রতিচ্ছবি ৷


তবে এই সময় থেকে ইউরোপের দেশে দেশে কৃষক ও শ্রমিক শ্রেনিরা এই মুক্তির সংগ্রাম জাগ্রত হয় ৷ প্রচলিত খামার ব্যবস্থা অবসান ঘটে ৷ কোন কোন স্থানে জমিদাররা জোরপূর্বক কৃষকদের চাষবাসের কাজে নিযুক্ত করতে চাইলে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠেন,এই সকল বিদ্রোহ গুলির মধ্য দিয়ে নির্যাতনমূলক বহু ব্যাপারে হাত থেকে কৃষকদের মুক্তি হলেও অধিকাংশ কৃষকের অর্থনৈতিক ব্যবস্থার গুণমান বেশি পরিবর্তন হয়নি ৷



তবে ব্ল্যাক ডেথ ইউরোপীয় অর্থনীতির ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সমর্থ হয় । কৃষি ব্যবস্থার বিপর্যয়ের ফলে বিকল্প অর্থনীতি হিসেবে মেষ পালন ও পশম উৎপাদন জনপ্রিয় হয়ে ওঠে ৷ ইউরোপীয় বাজারে এই পশমের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে যা মহাদেশীয় প্রশম উৎপাদিত দেশগুলির প্রতিযোগিতা তার সম্মুখীন হয় ৷ তবে এই ব্ল্যাক ডেথ জনিত বিপর্যয় ইউরোপীয়রা কেবল বহু অংশ কাটিয়ে উঠতে সফল হয়নি বরং পরবর্তীকালে উন্নত দুর বাণিজ্য নির্ভরশীল নতুন ধারার অর্থনৈতিক সম্ভাবনার পথ নির্মাণ করে ৷

 

                            ~সমাপ্ত~


বুঝতে চাইলে ভিডিও টি দেখতে পারেনঃ

তোমাকে অনেক ধন্যবাদ ইউরোপীয় অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রভাব এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟