প্রাক মুঘল যুগে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল

প্রাক মুঘল যুগে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল

প্রাক মুঘল যুগে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল

প্রাক মুঘল যুগে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল
ষোড়শ শতকের গোড়ায় ভারতীয় সমাজের মূল স্রোতে হিন্দুদের পাশাপাশি মুসলমানদের অবস্থান স্পষ্ট হয়েছিল ৷ গজনীর সুলতান মামুদ কর্তৃক ভারত আক্রমণ লুঠত রাজ এবং হিন্দু মন্দির ধ্বংস ইত্যাদি ভারতীয় হিন্দুদের মনে মুসলমান ধর্ম সম্প্রদায় সম্পর্কে যে ঘৃণা ও বিদ্বেষ জন্ম নিয়েছিল, সুলতানি শাসনের সহনশীল ও সহিষ্ণু মৃদুতা প্রায় প্রশমিত করেছিল ৷ মুসলিম শাসকেরা উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের প্রাণসম্পদ হিন্দু ধর্মকে নির্মূল করা এক অসাধ্য কাজ ৷ বিচক্ষণ সুলতানেরা উলেমা গোষ্ঠীর চাপ অগ্রাহ্য করে ধর্মাশ্রয়ী শাসনের পরিবর্তে ভারতে অভিজত তান্ত্রিক শাসন কায়েম করেছিলেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

রাষ্ট্রনীতি বিষয়ে বলবন আলাউদ্দিনের সাথে মহম্মদ বিন তুঘলকের চেতনার মৌলিক প্রভেদ হয়তো ছিল ৷ কিন্তু কেউই ভারতবর্ষকে রাজশক্তির জোরে বিশুদ্ধ ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেননি । ফলে ভারতবর্ষের সমাজে হিন্দু ও মুসলমান সংস্কৃতি সহ অবস্থান ঘটে ৷ ষোড়শ ও শতকের সূচনা পর্বে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় সম্পন্ন হয় । এডওয়ার্ড ও গ্যারেড প্রাক মুঘল ভারতে হিন্দু ও মুসলিম সংস্কৃতির সমন্বয়ের প্রশংসা করেছেন ৷ কোন কোন শাসকের আচরণ ও মানসিকতাকে উদার মুঘল সম্রাট আকবরের চেতনার পূর্বাভাস বলে কেউ কেউ প্রশংসা করেছেন ৷

সামাজিক সহনশীলতার বাতাবরণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ ভক্তিবাদী ও সুফিবাদী আন্দোলন সুফিসন্ত ও ভক্তি সাধকিরা ধর্মীয় সংকীর্ণতা জাতিভেদ ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়ে মানব প্রেম ও ভক্তিকে ঈশ্বর আরাধনার প্রধান মাধ্যম হিসাবে গ্রহণ করেন ৷ কার্যত প্রতিষ্ঠিত ধর্ম সম্প্রদায়গুলির মনের বেড়াজাল অনেকটাই ভেঙে দিতে পেরেছিল ৷ অবশ্য সামাজিক ক্ষেত্রে এই সহনশীলতা মহল আক্রমণকারীদের বিরুদ্ধে কোন কার্যকারী প্রতিরোধ গড়ে তুলতে পারেননি । কারণ অবক্ষয়ী সুলতানি সাম্রাজ্যের বিশৃঙ্খলা মানুষকে সাধারণভাবে দিশাহারা করে তুলেছিল, তাই মুঘলদের বিরুদ্ধে কোনরকম জাতীয় প্রতিরোধ গড়ে ওঠেনি ৷

তোমাকে অনেক ধন্যবাদ প্রাক মুঘল যুগে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟