মুঘল আমলে বর্ণ ও ধর্ম সম্পর্কে আলোচনা কর অথবা,মোগল আমলে কৃষক বিদ্রেহে বর্ণ ও ধর্মের ভূমিকা কতদূর কার্যকর ছিল

মুঘল আমলে বর্ণ ও ধর্ম সম্পর্কে আলোচনা কর অথবা,মোগল আমলে কৃষক বিদ্রেহে বর্ণ ও ধর্মের ভূমিকা কতদূর কার্যকর ছিল

 মুঘল আমলে বর্ণ ও ধর্ম সম্পর্কে আলোচনা কর অথবা, মুঘল আমলে কৃষক বিদ্রেহে বর্ণ ও ধর্মের ভূমিকা কতদূর কার্যকর ছিল

মুঘল আমলে বর্ণ ও ধর্ম সম্পর্কে আলোচনা কর অথবা,মোগল আমলে কৃষক বিদ্রেহে বর্ণ ও ধর্মের ভূমিকা কতদূর কার্যকর ছিল

মুঘল যুগে একাধিক কৃষক বিদ্রোহ গুলির সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দ্বারা পরিচালিত হয়নি ৷ অতিরিক্ত করভার, শোষণ,বাঁচার জন্য ন্যূনতম সংস্থানের প্রয়োজন স্থানীয় জমিদারদের প্রেরণা ইত্যাদি নানান বিষয়ে মুঘল যুগের কৃষক শ্রেণীকে বিদ্রোহী করে তুলেছিল ৷ কিন্তু এই বিদ্রোহগুলিকে প্রসারিত করতে বর্ণ বা জাতপাত ও ধর্ম বিশেষভাবে সাহায্য করেছে ৷ অধ্যাপক ইরফান হাবিব দেখিয়েছেন যে,"জমিদারি সত্ত্বা যেভাবে এসেছিল তারই ফলে নানান জাত ও গোষ্ঠীর মধ্যে জমিদারি অধিকারের আঞ্চলিক বিভাগ দেখা দেয় ৷"

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

একই জাতের লোকের দ্বারা বিশেষ বিশেষ অঞ্চল অধিষ্ঠিত হওয়ার একটি প্রবণতা তখনও ছিল ৷ অর্থনৈতিক বৈষম্য থাকলেও জাতিগত বিশ্বাসে তাদের মধ্যে একটা অদৃষ্ট বন্ধন কাজ করত ৷ জাট বিদ্রোহ, শোভা সিংহের বিদ্রোহ বা কোল বিদ্রোহের বর্ণ ও জাতির মধ্যে ভূমিকা লক্ষ্য করা কষ্টকর নয় | কেরালার প্রখ্যাত মার্কসবাদী গণতান্ত্রিক নেতা ই.এম.এস.নাম্মু তার সাম্প্রতিক প্রবন্ধে বিংশ শতকের কৃষক আন্দোলনে বর্ণ ও জাতি ভূমিকা লক্ষ্য করা যায় ৷ ঐতিহাসিক গৌতম ভদ্রের মতে," সারা মধ্যযুগ ধরেই সামাজিক সম্পর্কের উপর কর্তৃত্ব রেখে জাতের উপর প্রবণতা জমিদারি শ্রেণীর মধ্যেই ছিল এবং এ কাজ তারা বর্ণ ও জাতির মিলন তত্ত্ব প্রচার করে একই বর্ণভুক্ত রাজত্বের সমর্থন আদায় করতেন ৷"

দেশের কোন একটি অংশে কোনো বিশেষজাত বা বর্ণের লোক বিদ্রোহ করলে অন্যান্য অংশের সম বর্ণের লোকেরাও বিদ্রোহীদের সমর্থন করত ৷ বর্ণ বা জাতের বন্ধনে কৃষক বিদ্রোহ গুলিকে সমগোত্রীয় লোকেদের মধ্যে ছড়িয়ে দিতে সহায়তা করেছিল ৷ কিন্তু ব্যবসায়িক ভিত্তি আন্দোলন মধ্যযুগের কৃষক আন্দোলনকে অনেকটা সমঝতামূলক ও সীমিত করেছিল । কারণ এই জাতীয় আন্দোলনে অনেক বর্ণের লোকেদেরও যোগ দিতে বাধা দিয়েছে ৷ মুঘল আমলে এক গোষ্ঠী জাতে উঠার চিন্তা করে কায়েমে স্বার্থ খোঁজার চেষ্টা করেছেন ৷

মুঘল যুগে কৃষক বিদ্রোহে বর্ণের মতো ধর্মের অনুরূপ প্রভাব ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ৷ মুঘল যুগের সাধারণ কৃষকদের চিন্তায় ধর্মের পরিবর্তে নতুন ধর্ম এবং প্রতিবাদে ধর্মের প্রতি সমাজের অবহেলিত শ্রেণীর আস্থা ছিল বেশ গভীর ৷ ত্রয়োদশ-পঞ্চদশ শতকে গড়ে ওঠে সুফিবাদ,ভক্তিবাদ আন্দোলনে একেশ্বরবাদ অনাড়ম্বরপূজা চেতন চলা এবং সমস্ত রকম জাতের অবসানের তথ্য প্রচার করা ৷ ঐতিহাসিক হাবিবের মতে,"যখন কিছু বৈপ্লবিক চিন্তাধারা যেমন জাতির প্রতি ঘৃণা ও নতুন ও গ্রহণযোগ্য করতে ধর্মবিশ্বাসের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জনগণের হৃদয় মনে শিকড় বেঁধে ফেলে তখন সেই গোষ্ঠীগুলি আর তাদের পুরানো মরমিয়া খোলোসের মধ্যে নিজেকে আটকে রাখতে পারেননি ।

অধ্যাপক ইরফান হাবিব মনে করেন যে মুঘল যুগে ভারতীয় কৃষক বিদ্রোহ কোনরূপ শ্রেণি চেতনার দ্বারা উদ্বুদ্ধ ছিল না ৷ অধিকাংশ ক্ষেত্রে জমিদারদের স্বার্থ ও জমিদারদের নেতৃত্বে এই সকল বিদ্রোহ গড়ে উঠেছিল ৷ শ্রেণী ও চেতনার অভাবে কৃষকদের এই আন্তরিকতা ও মরিয়া প্রয়াস মুঘল সাম্রাজ্যের পর প্রশস্ত করলেন ৷ কৃষকদের আর্থ সামাজিক অবস্থার কোন মৌলিক পরিবর্তন ঘটতে পারেনি ৷

অন্যদিকে ঐতিহাসিক গৌতম ভদ্র মনে করেন যে," সামাজিক বিন্যাস ও শোষণ সম্পর্কে কৃষকরা ও আদৌ সচেতন ছিল না ।" তা নয় তবে মুঘল সরকারের দাবি ও শোষণের এত ব্যাপক ছিল যে তার নির্লজ্জ ও নিষ্ঠুর বহিঃপ্রকাশের সামনে অন্যান্য বিষয়গুলি চাপা পড়ে গেছে । তাই বর্ণ ও জাতিগুলি মুঘল আমলে সংগঠিত কৃষক বিদ্রোহ গুলি অনেকটাই সঞ্চালকের ভূমিকা হিসেবে কাজ করেছে ৷ মার্কসবাদী তত্ত্বের দ্বারা এই সত্য প্রতিষ্ঠিত যে বর্ণ ও জাতি ধর্ম এবং শ্রেণীগত প্রচেষ্টা পরস্পরের পরিপূরক হতে পারে না বরং একটি শক্তি অপর শক্তিকে দুর্বল করে দেয় ।

পরিশেষে বলা যায় সারা মুঘল যুগ ধরেই জমিদার ও কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল ৷ কিন্তু এই বিদ্রোহের কোন মৌলিক পরিবর্তন ঘটেনি ৷ সাধারণত কৃষকদের ওপর শোষণ ছিল অব্যাহত ৷ তবে একটি ক্ষেত্রে কৃষক বিদ্রোহের স্থায়ী রেখে গেছে এবং তা হলো মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পতন ৷ অনেক কারণে কৃষি সংকটকেও মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও পতনের জন্য অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟