মহলওয়ারী বন্দোবস্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর
উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রাম বা মহল ভিত্তিক যে ভূমিরাজস্ব বন্দোবস্ত গড়ে তোলে তাকে বলা হয় মহলওয়ারী বন্দোবস্ত। এই ব্যবস্থায় সামগ্রিকভাবে সরকার এক একটি গ্রাম বা মহলের কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করত। যে মহলে যেরকম অর্থাৎ জমিসংক্রান্ত যেরকম স্বার্থ জড়িত ছিল, যেমন তালুকদার ও গ্রামীণ সমাজের স্বার্থ, জমিদার ও গ্রামীণ সমাজের স্বার্থ সেক্ষেত্রে সরকার ইচ্ছে মতন এদের যে কারুর সঙ্গে রাজস্বচুক্তিতে আবদ্ধ হত। উত্তর ভারতে জমিদারদের সংখ্যা ছিল কম, তাই তালুকদারদের সঙ্গে, তালুকদার না থাকলে রাজস্বের জমি ইজারাদারদের মধ্যে ভাগ করে, তাদের সঙ্গে রাজস্ব নির্ধারণ ও রাজস্ব আদায়ের জন্য চুক্তিতে আবদ্ধ হত। গোরক্ষপুর, কানপুর, এলাহাবাদ, আলিগড়, বেরিলী, মোরাদাবাদ, এটাওয়া, আগ্রা, বুন্দেলখণ্ড সর্বত্র মহলওয়ারী বন্দোবস্তের মাধ্যমে কোম্পানি চেয়েছিল রাজস্বের হারের ক্রমবৃদ্ধি। এই ব্যবস্থা বাস্তবায়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হল্ট ম্যাকেঞ্জি, রবার্ট বার্ড এবং জেমস টমসন। এই বন্দোবস্তেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকদের স্বার্থ।
📛সম্ভাব্য প্রশ্ন গুলি হলঃ
- লর্ড কর্নওয়ালিস কি চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্ভাবক ছিলেন মহলওয়ারী বন্দোবস্তের শর্তাবলী ও ত্রুটি বিচ্যুতি গুলো লেখ ৷
- মহলওয়ারী বন্দোবস্ত সম্পর্কে টিকা