কৌলিন্য প্রথা কি অথবা কৌলিন্য প্রথা সম্পর্কে কি জানো

কৌলিন্য প্রথা কি অথবা কৌলিন্য প্রথা সম্পর্কে কি জানো

 কৌলিন্য প্রথা কি অথবা কৌলিন্য প্রথা সম্পর্কে কি জানো

কৌলিন্য প্রথা কি অথবা কৌলিন্য প্রথা সম্পর্কে কি জানো

সংস্কৃত শব্দ কুলিন থেকে কৌলিন্য শব্দের উৎপত্তি।।কৌলিন্য হল "হিন্দু কুল ও বর্ণ সমীকরণ আইন" যা বল্লাল সেন দ্বারা ১১৫৮-৬৯ সনে সেন সাম্রাজ্যে প্রবর্তিত হয় ৷ বাংলার রাজা বল্লাল সেন সিংহাসন আরোহন করে কেবলমাত্র রাজ্য শাসন সংক্রান্ত কাজ নিয়ে ব্যস্ত ছিলেন না ৷ সমাজ সংস্কারক হিসাবে ও তার যথেষ্ট অবদান ও খ্যাতি ছিল ৷ তার রাজত্বকাল পর্যন্ত বাংলার সমাজ ব্যবস্থার তিনটি উচ্চ বর্ণের প্রধান্য ছিল ৷ অর্থাৎ ব্রাহ্মণ্য কায়স্থ এবং বৈদ্য ৷ উচ্চগণ্য তিনটি সমাজের বিশেষ প্রাধান্য ও প্রতিপত্তি বিস্তার করে সমাজে বিশেষ মর্যাদা লাভ করেন ৷ বল্লাল সেন সিংহাসন আরোহন করে সমাজের এ দিক টির দৃষ্টবাদ করেন ৷ তিনি সমাজের কৌলিন্য প্রথা প্রবর্তন করতে গিয়ে কয়েকটি কে সমাজে বিশেষ মর্যাদা দান করেন তার চরিত কথা থেকে জানা যায় সমাজে কাকে বা কাদের মর্যাদা দান করেন ৷ তার চরিতকথা থেকে জানা যায় সমাজে কাকে এই প্রতিপন্ন করতে হবে তার রাজার খেয়াল খুশির উপর নির্ভর করত ৷ রাজার মর্জির ওপর কোন বর্ণ বা গোষ্ঠীকে সামাজিক মর্যাদা দান করে কৌলিন্য প্রথা কে কার্যকরী করতেন ৷ আবার নিজ নিজ বর্ণের কুলীনরা সামাজিক মর্যাদা সর্বাধিক ভোগ করতে পারতো বলে পরবর্তীকালে কৌলিন্য প্রথা বিপথগামী হতে থাকে ৷ ফলে কুলীনরা নানারকম দুর্নীতি এবং ব্যভিচার কৌলিন্য প্রথাকে বিপদে পরিচালিতর মাধ্যমে কলুষিত করে তোলে এবং সমাজে নানা রকম দুর্নীতি স্থান পায় ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ কৌলিন্য প্রথা কি অথবা কৌলিন্য প্রথা সম্পর্কে কি জানো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟