আদি মধ্যযুগে ভারতের সেচ ব্যবস্থা

আদি মধ্যযুগে ভারতের সেচ ব্যবস্থা

 আদি মধ্যযুগে ভারতের সেচ ব্যবস্থা

আদি মধ্যযুগে ভারতের সেচ ব্যবস্থা

ভারতবর্ষ ও সুপ্রাচীনকাল থেকে একান্তভাবে কৃষি নির্ভর অর্থনীতির যুক্ত একটি রাষ্ট্র হিসেবে পরিচিত । এদেশের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা প্রবাহিত করতো একান্ত ভাবে কৃষিকে কেন্দ্র করে ৷ তাই কৃষি সম্প্রসারণ বা উন্নয়নের বিষয় সর্বদা প্রাধান্য পেয়েছে । যেহেতু সেচ ব্যবস্থার সম্পর্ক অঙ্গাভঙ্গিভাবে যুক্ত সেহেতু সেচ ব্যবস্থার সম্প্রসারণ ছিল উল্লেখযোগ্য ৷ ভারতবর্ষে আদি মধ্যযুগের সেচ ব্যবস্থার দীর্ঘ বিবর্তনের কথা বিশেষভাবে পরিস্ফুটিত হয়েছে । ভারতের সেচ ব্যবস্থায় নোরিয়া ও অরঘট্ট ইত্যাদি শব্দ অনেক পূর্ব থেকেই ব্যবহৃত হলেও আদি মধ্যযুগে এর প্রয়োগ বিশেষভাবে লক্ষ্য করা যায় ৷


৫৩২ খ্রিস্টাব্দে যশোবর্ধনের মান্দাশর লেখমালায় 'জলপাত্র মালিকা' শব্দটি উল্লেখ পাওয়া যায় ৷ ফিরোজ শাহী 'জলপাত্র মালিকা' সংযুক্ত একটি কুপচক্রের (well-wheal) দীর্ঘ বিবরণ রয়েছে । ভারতবর্ষের সেচ ব্যবস্থার 'সাকিয়া' এর প্রয়োগ বিশেষ পরিবর্তন সংঘটিত করেন ৷ ঐতিহাসিক এপি উত্থার,জোসেফ নিরহাম অত্যন্ত সতকর্তার সাথে সাকিয়া ও নোরিয়ার পার্থক্য নির্দেশ করেছেন ৷ ভারতবর্ষের দীপালপুর,পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলের পারসিক চক্র ব্যবহৃত হতো ৷ ভারতবর্ষের সেচ ব্যবস্থায় বা এর ব্যবহার যথেষ্ট উন্নতি ঘটতে সক্ষম হয় ৷ এছাড়াও সার্কুলার ট্যাঙ্ক সেচ ব্যবস্থার অভূতপন্ন উন্নতি ঘটায় আদি মধ্যযুগে ৷


কাঠের তৈরি পারসিক চক্রে বিয়ারিং-র প্রয়োগ এদেশের জনপ্রিয়তা লাভ করে ৷ পরবর্তীকালে এই প্রযুক্তিকে আরো উন্নত কাজে , যথা দানশস্য পেশাই- র কাজে বন্দুকের নলমসৃন করার কাজে ব্যবহৃত করা হয় । Drawbar সাহায্যে একটি দীর্ঘ উলম্ব অক্ষ ধারাকে ফেরানো হতো ৷ এর সাহায্যে নির্দিষ্ট উচ্চতায় জল তোলা ব্যবহার করা হতো । বাগিচায় জল দেবার কাজে মান্ডি নামক প্রযুক্তির স্তর প্রয়োগ করা হতো ৷ এই প্রযুক্তির মাধ্যমে সরোবর থেকে জল তুলে অন্য জলাধারে পৌঁছে দেয়া হতো ৷ এদেশের সেচ ব্যবস্থার ক্ষেত্রে অন্যান্য প্রযুক্তি হল 'ভিনকলি' এটি একটি ধাপ দেওয়ার যন্ত্র বা লিভার দ্বারা পরিচালিত হতো ৷ তাই দেখা যায় আদি মধ্যযুগের সেচ ব্যবস্থা সম্প্রসারণের ফলে কৃষি জাতপন্য উৎপাদনের চাহিদা বৃদ্ধি পায় ৷ তার ফলেই কৃষি ব্যবস্থার সম্প্রসারণ ঘটে আর সেই কারণেই সেচ ব্যবস্থার নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করতে থাকে ৷

তোমাকে অনেক ধন্যবাদ আদি মধ্যযুগে ভারতের সেচ ব্যবস্থা এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟