ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো


ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো :-

প্রাচীনকাল হতেই ভারত ছিল বিভিন্ন সভ্যতার মিলন ক্ষেত্র ৷ এর প্রধান প্রধান কারণ হলো ভারতের ভৌগোলিক অবস্থান ৷ মৌর্যতার যুগকে ভারতের একাধিক বহিরবাণিজ্যের বিশেষ প্রসার ঘটেছিল । যার মধ্যে আনুমানিক খ্রিস্টপূর্ব প্রথম শতক কিছুটা আকস্মিকভাবেই পরিস্থিতির চাপে পড়ে একদা রোমান সাম্রাজ্য চীনের রেশমের ব্যাপক চাহিদা ছিল ৷ এই রেশম স্থলপথে দীর্ঘ পথ অতিক্রম করে রোমান সাম্রাজ্যে পৌঁছাতো ৷ এই যাতায়াতের স্থলপত্রে উনবিংশ শতাব্দী থেকে রেশম পথ নামে পরিচিতি লাভ করে ৷ স্থলপথে ব্যবসা-বাণিজ্য করার নানাবিদ অনুবিভাগ থাকাই বিকল্প পথে অনুসন্ধান করতে গিয়ে ভারত এই বাণিজ্যে জড়িয়ে পড়ে ৷


ইন্দো রোমান বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দুই উপকূলের বন্দরগুলির সক্রিয় ভূমিকা পালন করতে হয়েছিল । এই বন্দর গুলোর মধ্যে অন্যতম ছিল সিন্ধুর নদীর মোহনায় অবস্থিত "বারকরিকণ" প্যারি প্লাস এর বর্ণনা অনুসারে মিশর থেকে পণ্য এসে এখানে জমা এবং এখান থেকে ব্যাকটেরিয়া ও চিনে প্রেরিত হয় ৷ periplus উল্লেখ অনুসারে খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকের সবথেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল ভারতের পশ্চিম উপকূলে "বারুগাছা" ৷ এই বন্দরটি ছিল আমদানি ও রপ্তানির প্রধান কেন্দ্র ৷ এই বন্দটির সঙ্গে স্থানীয় ও দূরবর্তী বহু বন্দরের যোগ ছিল ৷ বন্দরটি নহপানের অধীনে ছিল ৷ মীরনগর থেকে সুতিবস্ত্র বারুগাছায় আসতো,এমনকি কাশ্মীর , হিন্দুকুশ,কাবুল অঞ্চল থেকে রোমান সাম্রাজ্যের রপ্তানির জন্য এই পণ্য বন্দরে নিয়ে আসা হতো ।



পেরিপ্লাস থেকে বারুগাছা দক্ষিনে অবস্থিত আরও তিনটি বন্দরের নাম জানা যায় এগুলি হল শূপারক , কল্যাণ ও চোল ৷ পেরিপ্লাসের বর্ণনা অনুযায়ী মানবর উপকূলে গুরুত্বপূর্ণ বন্দর ছিল 'মুজিরিখ' ৷

তোমাকে অনেক ধন্যবাদ ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟