সুলতানি যুগের কর ব্যবস্থা আলোচনা কর
অথবা,
খারজ, খামাস,যাকাত ও জিজিয়া সম্পর্কে যা জানো তা লেখ।
হানিফের মতাদর্শ অনুযায় অনুযায়ী গজনীর শাসক গোষ্ঠী দিল্লির সুলতানগন শরিয়ৎ এর নির্দেশ অনুযায়ী তারা চার প্রকার কর আদায় করত ৷ যথা খারজ, খামাস,যাকাত ও জিজিয়া ৷ এই চার প্রকার কর ছাড়াও খনিজ সম্পদ ও মূল্যবান ধাতুর উপর ধার্য কর উত্তর অধিকারীহীন সম্পত্তির উপর ধার্যকর এছাড়াও বিভিন্ন জায়গার নানান ধরনের উপশুল্ক আদায় করা হতো ৷
Related Posts
(১). দিল্লির সুলতানি আমলে মুসলিম কৃষকদের অধিকৃত জমির উপর ধার্য করকে খারজ বলা হতো ৷ ইসলামের অনুশাসন অনুযায়ী একের দশ থেকে একের দুই পর্যন্ত এই কর ধার্য করা হতো ৷
(২). বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পর লুণ্ঠিত সম্পত্তির একের পাঁচ অংশ কর রাষ্ট্রকে দিতে হতো যা খামোশ নামে পরিচিত ৷ বাকি লুন্ঠিত সম্পদ সৈন্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিত ।
(৩). একমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছ থেকেই যাকাত করা আদায় করা হত যা মোট সম্পত্তির আড়াই অংশ রাষ্ট্রকে দিতে হতো । এই আদায়কৃত অংশ থেকে মসজিদ স্মৃতিসৌধ ধর্মীয় প্রতিষ্ঠানকে সাহায্য করা হতো এবং পন্ডিত দরিদ্র ব্যক্তিদের ভ্রাতা প্রদান করা হতো ।
(৪). একমাত্র অমুসলমান ব্যক্তিদের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হতো ৷ বিষয় সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তা বিধানের জন্য এই কর আদায় করা হতো। তবে নারী,শিশু,ভিক্ষুক সন্ন্যাসীদের কাছ থেকে কর আদায় করা হত না ৷ তবে আর্থিক অবস্থা অনুযায়ী জিজিয়া করের শ্রেণীবিন্যাস ছিল ৷