শিমোনোসেকি সন্ধির (১৮৯৫) শর্তগুলি বিশ্লেষণ করো। অথবা, শিমোনোসেকি সন্ধি সম্পর্কে আলোচনা কর

শিমোনোসেকি সন্ধির (১৮৯৫) শর্তগুলি বিশ্লেষণ করো। অথবা, শিমোনোসেকি সন্ধি সম্পর্কে আলোচনা কর

শিমোনোসেকি সন্ধির (১৮৯৫) শর্তগুলি বিশ্লেষণ করো। অথবা, শিমোনোসেকি সন্ধি সম্পর্কে আলোচনা কর বা,পূর্ব এশিয় রাজনীতির ইতিহাসে শিমোনোসেকি সন্ধির তাৎপর্য কিভাবে ব্যাখ্যা করবে?

শিমোনোসেকি সন্ধির (১৮৯৫) শর্তগুলি বিশ্লেষণ করো। অথবা শিমোনোসেকি সন্ধি সম্পর্কে আলোচনা কর


৮৯৪ খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধ হয় এবং এই যুদ্ধে জাপানের কাছে চীন পরাজিত হয় ৷১৮৯৫ খ্রিঃ ১৭ এপ্রিল চীন জাপানের মধ্যে শিমোনোসেকি সন্ধির স্বাক্ষরিত হয়েছিল ৷ এই সন্ধিতে বলা হয় যে,


  1. জাপান ও চীন কোরিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয় ৷
  2. কোরিয়া আর চীনের করদ রাজ্য থাকবে না ৷
  3.  চীন জাপানকে ক্ষতিপূরণ বাবদ ২০০ মিলিয়ন পায়েল দেবে ৷
  4.  চীন জাপানকে তাইওয়ান ,পেশকাডোরিস ও লিয়াংটু ছেড়ে দেবে ৷ চুংকিং, সুচাও, হ্যাংচাও ও শাসি বন্দর জাপানের কাছে উন্মুক্ত হবে ৷
  5. জাপান চীনে কারখানা স্থাপন করে শিল্পপত্ন উৎপাদন করার সুযোগ পাবে 
  6. জাপান বাণিজ্য আমদানি ও রপ্তানির পেছনের শুল্ক নিয়ন্ত্রণের অধিকার ফিরে পায়।

চীন-জাপান যুদ্ধে চীনের শোচনীয় পরাজয় চীনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ৷ পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিবর্গ চীনের দুর্বলতার সুযোগে চীনকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয় ৷ চীনের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং আঞ্চলিক ক্ষমতা বিপন্ন হয়ে পড়ে ৷ তাছাড়া জাপানের মত একটি ক্ষুদ্র দেশের হাতে পরাজয়ের ফলে দেশের জনসম্মুখে মাঞ্চু রাজবংশের প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় ৷


চীন জাপান যুদ্ধে জাপানের এই বিরাট সাফল্যের পেছনে যার ভূমিকা সবথেকে বেশি তিনি হলেন জাপানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মুৎসু ৷ তিনি কোন অভিজাত গোষ্ঠীতে তিনি জন্মগ্রহণ করেননি, অত্যন্ত সাধারণ একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন ৷ নিজ প্রতিভা বলে তিনি বিদেশ মন্ত্রকে দায়িত্ব লাভ করেছিলেন ৷ চূড়ান্ত কূটনৈতিক বুদ্ধি পরিচয় দিয়ে তিনি চীনকে যুদ্ধের পথে নিয়ে এসেছিলেন ৷ যুদ্ধ জয় করার পর তিনি চীন বা কোরিয়ার স্বার্থে প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি অর্থাৎ , তিনি ছিলেন জাপানের অগ্রাসী বৈদেশিক নীতির অন্যতম অগ্রদূত।


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟