আকবরের সুলহ-ই-কুল নীতির তাৎপর্য।

আকবরের সুলহ-ই-কুল নীতির তাৎপর্য।

আকবরের সুলহ-ই-কুল নীতির তাৎপর্য।

আকবরের সুলহ-ই-কুল  নীতির তাৎপর্য।

মুঘল সম্রাট আকবর ছিলেন ভারত তথা বিশ্ব ইতিহাসের অন্যতম প্রতিভাবান শাসক তা ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশেষ করে সুলহ-ই-কুল অর্থাৎ ধর্ম সমন্বয়ের নীতি এবং দ্বীন-ইলাহী নামে ধর্মমতের প্রচার মুঘল যুগের শাসকদের ধর্মনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ৷ সুলহ-ই-কুল কথার অর্থ হলো বিশ্ব ভ্রাতৃত্ববোধ বা সবাইকে ভালোবাসা । মুঘল সম্রাট আকবর সর্বেশ্বরবাদ ও সুলহ-ই-কুল নীতি ঘোষণা করেছিলেন । সম্রাট আকবরের এই সুলহ-ই-কুল নীতি সমালোচনার ঝড় তুলেছিল । এই ঘোষণা অচিরেই গুরুত্বপূর্ণ আদর্শগত ফলাফলের সূচনা করেছিল । শুধু তাই নয় এই ঘোষণা নীতি ও ধর্মের বিষয়েও ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

অভ্যন্তরীণ দিক থেকে এই নীতির বা সর্বেশ্বর বাদের ঘোষণা ইসলাম ধর্মের অভ্যন্তরেই শিয়া পন্থীদের মধ্যে এক এক ধারনা সৃষ্টি করেছিল । একথা অনস্বীকার্য যে শিয়া ও সুন্নিদের মধ্যে ইতিমধ্যেই ধর্ম নিয়ে নানারকম তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছিল । যুক্তি এবং বিজ্ঞানের প্রতি একটি নতুন আগ্রহের জন্ম হয়েছিল এই সর্বৈববাদী ধারণার উদ্ঘাটনের মাধ্যমে, যা একদিকে মৌলবাদীদের হতাশ করেছিল । এটি একটি নতুন ইসলামিক চিত্রকলার ধারার উত্থানের দিকে পরিচালিত করে । ব্রাহ্মণ্যবাদ ও বেদান্ত অধ্যয়নের প্রতি ইসলামপন্থীদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে তাদের প্রধান লক্ষ্য ছিল হিন্দুদের কাছে সত্য তুলে ধরা ।

সম্রাট আকবর নিজে বেশ কিছু সংস্কৃত ভাষার সাহিত্য অনুবাদ করতে শুরু করেন । এর মধ্যে অথর্ববেদ, যোগবশিতা, মহাভারত এবং রামায়ণ উল্লেখযোগ্য । কিন্তু যোগবশিতা অনুবাদ করার প্রাথমিক কারণ ছিল তার বড় ছেলে জাহাঙ্গীর । আবুল ফজল তার আইন-ই-আকবরীতে বেশ কয়েকটি হিন্দু সম্প্রদায়ের দর্শন, ধর্মতত্ত্ব, আইন, বিশ্বাস ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন । ফলস্বরূপ, ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে । কর্মবাদ অত্যন্ত মূল্যবান ছিল বা যথেষ্ট প্রশংসা করা হয়েছিল । পরবর্তীকালে, জাহাঙ্গীরের শাসনামলে, বেদান্তের দর্শন রহস্যবাদ বা অতীন্দ্রীয়বাদের বা তাসাউফের সাথে যুক্ত হয় ।

হিন্দু ধর্মের স্বীকৃতি মুঘল যুগে চরম পরিণতি লাভ করেছিল দারাশুকো-এর সময়কালে । দারা ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র । দারার লেখা মাজমা- উল বাহারেন গ্রন্থে (দুই সমুদ্রের মিলন) তিনি হিন্দু ও মুসলমান বা ইসলামবাদীদের ঈশ্বরের অনুসন্ধানের অনেক মিল লক্ষ্য করেছেন । প্রক্রিয়াটি 1657 সালে শিরু-অন-আসরা রচিত বইটি সম্পূর্ণ হয়েছিল এই গ্রন্থে ৫২ টি উপনিষদের অনুবাদগুলি যৌথভাবে রচিত হয়েছিল । এই 1801 খ্রিস্টাব্দে অ্যাকুয়েটিল ডুপেরন বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করার কারণে এই ঘটনার গুরুত্ব কমানো অসম্ভব । পরবর্তীতে আকবরের সুল-ই-কুল নীতি কঠোর সমালোচনার মুখে পড়ে । সমালোচকদের মতে সর্বেশ্বরবাদ একটি সুক্ষ অতীন্দ্ৰীয় শক্তি যা গোপন থাকাই দরকার কিন্তু সম্রাট আকবর এই তত্ত্বকে জনসম্মুখে এনে ভুল করেছিলেন ।

ধর্মের বিষয়ে আকবরের এই উচ্চারণ প্রশ্নবিদ্ধ হলেও, মধ্যযুগীয় ভারতের ইতিহাসে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এবং সাম্রাজ্যের সকল দায়িত্ব পালনে ধর্মনিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে আকবর ভারত ও বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন ।

তোমাকে অনেক ধন্যবাদ আকবরের সুলহ-ই-কুল নীতির তাৎপর্য। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟