খলজি বিপ্লব বলতে কি বোঝো? অথবা, খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা কর

খলজি বিপ্লব বলতে কি বোঝো? অথবা, খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা কর

খলজি বিপ্লব বলতে কি বোঝো? অথবা, খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা কর বা, খলজী বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা কর।




খলজি বিপ্লব বলতে কি বোঝো? 

২৯০ সাল হল ভারতের সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে এক যুগও সন্ধিক্ষণের সময়কাল । কারণ দাস বংশের শাসক কাইমাস বা কাইকোবাদকে হত্যা করে দাস বংশীয় কর্মচারী উত্তর-পশ্চিম সীমান্তের শাসককর্তা খলজি গোষ্ঠীভুক্ত জালাল উদ্দিন খিলজী সিংহাসন আরোহন করেন । এই কাজটি শুধুমাত্র দিল্লির খলজিদেরই সৃষ্টি করেনি বরং তুর্কি রাজ্যের রক্তের অধিকারী দাস বংশের অপসারণ ঘটায় পাশাপাশি দিল্লির মঞ্চদে খলজিদের প্রতিষ্ঠিত করে । এই পরিবর্তন ভারতের ইতিহাসে এক বিশাল তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে । ডক্টর হাবিবুল্লাহ বলেছেন জালাল উদ্দিনের সিংহাসন লাভ কেবলমাত্র একটি রাজবংশের পরিবর্তন নয় এটি একটি যুগের অবসান ঘটায়।" ডক্টর আর পি ত্রি পার্টি ডক্টর কে এস লাল প্রমুখ ও ঐতিহাসিকরা ১২২০ খ্রিস্টাব্দের ঘটনার সুদূর প্রসারিত তাৎপর্য অনুধাপন করে এই ঘটনাকে বিপ্লব বলে অভিহিত করেন ৷"




আপনি চাইলে এগুলো পড়তে পারেন

ভারতের ইতিহাসে খলজি বিপ্লবের তাৎপর্য বহুমুখী কারণ এই বিপ্লবের ফলে দিল্লির শাসনব্যবস্থায় তুর্কিদের একাধিকত্বের অবসান হয় এবং হিন্দুস্তানি মুসলমানেরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠেন । আলাউদ্দিনের সিংহাসনে আরোহণও প্রমাণ করে যে রাষ্ট্রীয় কর্তৃত্ব বংশ বা রক্তের উপর নির্ভরশীল নয় , যোগ্যতা এবং সামরিক ক্ষমতায় হলো শেষ কথা । খলজিদের আগমনের হাত ধরে ভারতের রাজনীতি শাসন আইন ইত্যাদি ক্ষেত্রে তুরস্কের নিয়ন্ত্রণমুক্ত হয় খলজিদের হাত ধরে ভারতের সুলতানি সাম্রাজ্যের উত্তর থেকে দক্ষিনে বিরাট বিস্তৃত লাভ করেন ৷ Dr. Ks. Lal বলেন, “এই বিপ্লব শুধুমাত্র একটি রাজবংশ থেকে অন্য রাজবংশের হাতে ক্ষমতা হস্তান্তরিত হওয়ার ঘটনা ছিল না। এটি ছিল তুর্কি আধিপত্যের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের জেহাদ ও সাফল্যের দৃষ্টান্ত।”




কেবল সাম্রাজ্যের বিস্তার নয় এই বংশের অন্যতম শাসক আলাউদ্দিন খলজির হাত ধরে ভূমি রাজস্ব, রাজত্ব নিয়ন্ত্রণিক ব্যবস্থা যেমন জীবন স্থাপনে বিপুল পরিবর্তন আনে তেমনি বিশাল সৈন্যবাহিনী গঠনের মাধ্যমে ভারতের শায়িত্ব শক্তিশালী হয়ে ওঠে । একইভাবে, বিশাল সেনাবাহিনীর ফলে ভারতের স্থিতিশীলতা বৃদ্ধি পায় । খলজিদের হাত ধরেই এদেশে সংস্কৃতি জগতে উন্নতি পরিলক্ষিত হয় । এই সময়ে শেখ নিজামুদ্দিন এবং আমীর খসরুর মতো জ্ঞানী ব্যক্তিদেরও আবির্ভাব ঘটে । এই সময়কালে, শিল্পকলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে এবং খলজিরা এই দেশে গৌরবময় যুগের সূচনা করেন । খালজিদের হাত দেশের যোগ্য ব্যক্তিদের প্রশাসনিক পদে নিয়োগের সুযোগ-সুবিধা বৃদ্ধি পায় । সাংগঠনিক কাঠামোর জন্য ধর্মনিরপেক্ষ নির্দেশিকা এই রাজ্যে সমৃদ্ধ হয়েছিল । আর এই সকল ইতিবাচক পরিবর্তনের জন্যই ১২২০ সাল ইতিহাসে খলজি বিপ্লব হিসাবে আখ্যায়িত হয়ে আছে ।




সম্ভাব্য প্রশ্লঃ-

(১). খলজি বিপ্লব বলতে কী বোঝো

(২). খলজি বিপ্লব pdf

(৩). খলজি বিপ্লবের গুরুত্ব

(৩). খলজি বিপ্লব কবে হয় - ১২৯০

                  

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟