ভারতের প্রাচীন যুগের মূল বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।

ভারতের প্রাচীন যুগের মূল বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।

 ভারতের প্রাচীন প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।

ভারতের প্রাচীন প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।

প্রাচীন প্রস্তর যুগ শুরু হয় অন্তত ৫০ হাজার বছর আগে থেকে এবং শেষ হয় প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে পিকিং মানব, জাভা মানব, ওলডুভাই মানবসহ বিভিন্ন শাখার মানুষ প্রাচীন প্রস্তর যুগের অন্তর্ভুক্ত ছিল।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

এই যুগের মানুষ বিভিন্ন ধরনের পাথর ও পশুর হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত । এই যুগের মানুষ প্রকৃতি থেকে যে আকারের পাথরকে পেত কোনো আকারগত পরিবর্তন না করেই সেটিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত । এই যুগের মানুষ একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা, শিকার করা প্রভৃতি বিভিন্ন কাজ করত । 'হাতকুঠার' ছিল প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য হাতিয়ার । পরবর্তীকালে এই যুগের মানুষ পাথরের বর্ণা, ছুরি, সূঁচ, হারপুন, র‍্যাঁদা প্রভৃতি হাতিয়ার ব্যবহার করা হত ।

পশুশিকার করে পশুর মাংস সংগ্রহ করাই ছিল প্রাচীন প্রস্তরযুগের মানুষের প্রধান জীবিকা । এই যুগের মানুষ ম্যামথ, বাইসন, বল্গা হরিণ প্রভৃতি বড়ো বড়ো পশুও শিকার করত । পশুশিকারের পাশাপাশি এই যুগের মানুষ বনজঙ্গলে ঘুরে গাছের ফল সংগ্রহ করত । আগুনের ব্যবহার না জানায় তারা কাঁচা পশুর মাংস খেত।

আদিম মানুষ প্রাচীন প্রস্তর যুগের প্রথমদিকে খোলা আকাশের নীচে বসবাস করত । পরবর্তীকালে তারা গুহার ভিতরে বা পাহাড়ের ঝুলন্ত পাথরের নীচে বসবাস করত । পরবর্তীকালে আবার গাছের ডাল, পাতা ও পশুর চামড়ার তৈরি ঘরে বসবাস করত । বসতি অঞ্চলে হিংস্র পশুর আক্রমণ থেকে আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্রশস্ত্রসহ দলবদ্ধ হয়ে তারা বসবাস করতে হত ।

এই যুগের সমাজ ছিল মাতৃতান্ত্রিক। পরিবার ও সমাজজীবনে পুরুষের তুলনায় নারীদের প্রাধান্য বেশি ছিল। আফ্রিকার গ্রে রিফট্ উপত্যকায় ইউরোপের কিছু অন্যলে এবং ভারতের পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাজে প্রাচীন প্রস্তর যুগের মানুষের অস্তিত্ব ছিল বলে জানা যায়।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ ভারতের প্রাচীন যুগের মূল বৈশিষ্ট্য গুলো আলোচনা করো। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟