সেন আমলে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা কর

সেন আমলে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা কর

 সেন আমলে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা কর

সেন আমলে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা কর

বাংলা সাহিত্যের বিকাশে ক্ষেত্রে একটি সুবর্ণ যুগ । এই বংশের শাসকদের মধ্যে বল্লাল সেন ও কেশব সেন এরা ছিলেন বিদ্বান বিদ্যুৎসায়ী ও কাব্য রচনা পৃষ্ঠপোষক ৷ সেন যুগের কাব্যচর্চার পরিচয় পাওয়া যায় কাব্য সংকলনের পাঁচটি প্রবাহ ও প্রত্যেক প্রবাহকে পাঁচটি করে কবিতা স্থান পেয়েছে । এই যুগের কবিদের মধ্যে ভাস, কলিদাস,রাজশেখর, বিশাখদত্ত প্রমুখ অতি উল্লেখ ৷ এছাড়া ধোয়ী , উমাপতিধর, জয়দেব বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ এছাড়াও এই যুগের কবিতা ও যুদ্ধবিগ্রহের পাশাপাশি বাংলার জীবনযাত্রা ফুটে উঠেছে ৷


সেন আমলে রাজসভার পঞ্চরত্ন সন্ধান পাওয়া যায় ৷ এরা হলেন গোবর্ধন,জয়সেন,উমাপতি,কবিরাজ এবং জয়দেব ৷ জয়দেবের গীতগোবিন্দম্ কাব্য সাহিত্যের আমূল সম্পদ হয়ে আছে ৷ গোবর্ধন তার 'আর্য সপ্ত সাথী' কবিতা সংগ্রহের জন্য খ্যাতি লাভ করেছেন ৷ তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি ৷ গোবর্ধন সম্পর্কে জয়দেব বলেন শৃঙ্গার রসে পরিমিত রচনায় তার সমকক্ষ কেউ ছিলেন না ৷ 'গাঁথাসপ্ত সাথী' 'আয়া শপ্ত সাথী' রচনাবলীর বিষয়বস্তু ছিল প্রেম ৷ কাজেই এগুলি ছিল আদি রসাত্মক যা ফুটে উঠেছে বৃন্দাবনের রূপ গোস্বামীর 'পদাবলীতে' ।


গীতগোবিন্দ কাব্যের মধ্যে গীতিকাব্য আবার কাব্যের মধ্যে যাত্রা গান আবার কেউ কেউ সংগীত প্রদান নাট্য আবার,কেউবা অতি নাটক লক্ষ্য করেছেন ৷ জয়দেবের রচনায় যুদ্ধ দিগবিজয় লক্ষণ সেনের তেজস্বিতা প্রভৃতি স্থান পেয়েছেন ৷ অবশ্যই সংকলিত শ্লোকগুলির মধ্যে কিছু আছে যা বিষয়কেন্দ্রিক স্থূলদেহ কেন্দ্রিক ৷ অনেক শ্লোকের মধ্যেই ধর্মনিরপেক্ষ জীবন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে । মানবিক প্রেম প্রকৃতির ঋতুচক্র সাধারণ মানুষের জীবনে ধূসর ও রুক্ষ চিত্ত বর্ণিত হয়েছে এই শ্লোকে ৷ এইসব থেকে অনুমিত হয় বাংলা সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে সেন যুগ ছিল অতি বিখ্যাত ।

তোমাকে অনেক ধন্যবাদ সেন আমলে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟