জিজিয়া কী? ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন?

 জিজিয়া কী? ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন? 

জিজিয়া কী? ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন?


জিজিয়া হল এক ধরনের কর বা ট্যাক্স। জিজিয়া শব্দটির অর্থ হল মাথাপিছু ধার্য কর (অর্থকর)। খলিফাদের আমলে জয় করা এলাকাগুলোর সব জিম্মি (অমুসলিম একেশ্বরবাদী) সম্প্রদায়কে এই জিজিয়া কর দিতে হতো এই শর্তে যে, তার বিনিময়ে রাষ্ট্র তাদের সব ধরনের নিরাপত্তা দেবে। তবে এই কর শিশু, নারী, দাস-দাসী, প্রতিবন্ধী সন্ন্যাসী, ভিক্ষুক বা বয়স্ক ব্যক্তিদের দিতে হতো না। অমুসলমানদের কেউ যদি দেশ রক্ষার কাজে নিয়োজিত হতে রাজি হতেন তাহলে তার জিজিয়া মুকুব করা হতো। পরবর্তীকালে শাসনতান্ত্রিক ও আর্থিক ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এই জিজিয়ার সংজ্ঞা ও প্রকৃতিতে পরিবর্তন ঘটে।



পরবর্তীকালে দিল্লির সুলতানদের হাত ধরে এই জিজিয়া কর প্রসারিত হতে থাকে। গুজরাটের এক শাসক আহমদ শাহ ১৪১৪ সালে এই জিজিয়া কর কঠোরভাবে প্রবর্তন করেন। যা এড়াতে একাধিক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে ১৫৭৯ সালে সম্রাট আকবর এই জিজিয়া  বাতিল করে দেন। কিন্তু ১৬৭৯ সালে সম্রাট ঔরঙ্গজেব তার সময়কালে এই জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেন।


এখন প্রশ্ন হল সম্রাট আকবর এই জিজিয়া কর বাতিল করার পরেও কেন সম্রাট ঔরঙ্গজেব তা পুনরায় প্রবর্তন করেছিলেন? এ বিষয়ে কোন দ্বিমত · নেই যে ব্যক্তিগত ধর্ম বিশ্বাসের দিক থেকে সম্রাট ঔরঙ্গজেব ছিলেন একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমান। সিংহাসনে বসার ১৭ বছরে তিনি অমুসলিমদের উপর জিজিয়া কর ধার্য করেন। তবে আর্থিক অবস্থা অনুযায়ী জিজিয়া হারের তারতম্য করা হতো। কাফি খাঁর মতে ঔরঙ্গজেব ইসলামের প্রসার ও বিধর্মিতাকে দমন করার উদ্দেশ্যে জিজিয়া কর চাপান।


যে সকল রাজপুত, মুঘল সেনাদলে কাজ করতো তাদের জিজিয়া থেকে  অব্যাহতি দেওয়া হয়। ডঃ শর্মার মতে প্রাদেশিক দেওয়ানরা জিজিয়া বাবদ ভূমিকরের উপর ৪ শতাংশ চারে অতিরিক্ত কর আদায় করতেন।জিজিয়া কর আরোপ হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘোর অসন্তোষ সৃষ্টি করলেও সম্রাট তা অগ্রাহ্য করেন। যেহেতু অমুসলিমরা সেনাদলে যোগ দিত না সেহেত তাদের সামরিক দায়িত থেকে অব্যাহতির দরুন জিজিয়া দেওয়ার প্রথা চালু করা হয়। ঈশ্বর দাস নাগর নামে সমকালীন ব লেখক বলেছেন যে, ঔরঙ্গজেবের দরবারে উলেমারাই প্রথম জিজিয়া কর স্থাপনের জন্য সম্রাটের উপর চাপ সৃষ্টি করেন। ঔরঙ্গজেব নিজেকে ইসলামের রক্ষক বলতেন। তিনি মৌলবাদীদের সাহায্যে সিংহাসন পান। সুতরাং তার পক্ষে এই চাপের কাছে নতি স্বীকার করা ছাড়া উপায় ছিল না। তাছাড়া তিনি প্রায় ৮০ রকম বাড়তি কর লোপ করেন। সেক্ষেত্রে রাজ কোষের ক্ষতিপূরণর জন্য জিজিয়া ধার্য করা অর্থনৈতিক দিক থেকে অন্যায় ছিল না । জিজিয়ার হার ছিল খুবই কম  প্রজাদের তেমন কষ্ট হতো না । এই কর বহু রকম ভাবে আদায় হতো ।


মানুচ্চি বলেন যে জিজিয়া অমুসলিমদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যে প্রবর্তন করেন ঔরঙ্গজেব। কিন্তু এই মন্তব্য ভিত্তিহীন কারণ তিনি সিংহাসনে বসার সতেরো বছর পর এই জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। যদি তিনি ধর্মান্ধতাবশত এই কাজ করেন তাহলে ১৭ বছর অপেক্ষা করার কোন কারণ ছিল না । এমনকি এই কর আদায়ের ব্যাপারেও তিনি শৈথিল্য দেখান ।


তোমাকে অনেক ধন্যবাদ জিজিয়া কী? ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟