সুবর্ণভূমি কোন্ অঞ্চলকে বলা হত? Which region was called the Golden Land?

সুবর্ণভূমি কোন্ অঞ্চলকে বলা হত? Which region was called the Golden Land?

সুবর্ণভূমি কোন্ অঞ্চলকে বলা হত?

সুবর্ণভূমি কোন্ অঞ্চলকে বলা হত? Which region was called the Golden Land?

ক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোজ, চম্পা, মালয়, সুমাত্রা, যবদ্বীপ, এ ছাড়া বিদেশ থেকে বহু পণ্ডি পড়াশোনা করতে আসত বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। বালিদ্বীপ প্রভৃতি রাজ্যগুলিকে একত্রে বলা হত সুবর্ণভূমি। এইসব দেশ ছিল উর্বর। এখানে উন্নতমানের ফসল ফলত, আর এখানকার মাটি ছিল খনিজ সম্পদে পরিপূর্ণ। তাই এখানকার ফসল ও খনিজ সম্পদের আকর্ষণে ভারতের বণিক ও রাজারা এখানে হাজির হয়। ফলে এখানে গড়ে ওঠে হিন্দুরাজ্য। সেই সূত্রে এখানে ভারতীয় ভাষা, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতির প্রসার হয়। এজন্য এই অঞ্চলকে বলা হত 'বৃহত্তর ভারত'।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

চম্পা ছিল সম্পূর্ণভাবে একটি ভারতীয় রাজ্য । এই রাজ্যের রাষ্ট্রীয় ভাষা ছিল সংস্কৃত । এই রাজ্য টিকেছিল হাজার বছরেরও বেশি সময় । আর কম্বোজ রাজ্যটি প্রতিষ্ঠা করেন কৌণ্ডিল্য নামে এক ভারতীয় ব্রাহ্মণ । এর রাজধানী ছিল আঙ্কোরথোম। প্রায় ৯০০ বছর এই রাজ্যটি টিকেছিল। কম্বোজ রাজাদের শ্রেষ্ঠ কীর্তি হল বিষ্ণুমন্দির ও বেয়নের শিবমন্দির।

মালয়, জাভা, সুমাত্রা, বালি, বোর্নিয়ো প্রভৃতি রাজ্যে ভারতীয় শৈলেন্দ্র বংশীয় রাজারা রাজত্ব করতেন। একাদশ শতক পর্যন্ত এখানে এই বংশ রাজত্ব করত। বিজয়োত্তুঙ্গবর্মন ছিলেন এই বংশের শ্রেষ্ঠ নরপতি। শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ কীর্তি হল বোরোবোদুরের স্তূপ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ সুবর্ণভূমি কোন্ অঞ্চলকে বলা হত? Which region was called the Golden Land? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟