চিনে কীভাবে ভারতীয় সভ্যতার প্রসার ঘটেছিল?
খ্রিস্টের জন্মের আগে থেকেই প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি ভারতের বাইরে বিশেষ করে চিন ও তিব্বতে ছড়িয়ে পড়ে। সেই ধারা জোরদার হয় খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতকে।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
কুষাণ যুগে ব্যাপকভাবে ভারতীয় বৌদ্ধধর্ম চিনে প্রচারিত হয়। সম্রাট কনিষ্কের সময় মহাযান বৌদ্ধ ধর্মমত চিনে বিস্তারলাভ করে। এই সময় বৌদ্ধ পন্ডিত কাশ্যপ মাতা ও ধর্মরক্ষিত চিনের রাজদরবারে যান। এ ছাড়া বাণিজ্যিক সূত্রে বহু ভারতীয় চিনে বসবাস করতেন। এভাবেই ভারতীয় ধর্ম, দর্শন ও'সংস্কৃতি চিনে অনুপ্রবেশ করে।
ভারতীয় মধ্যযুগে চিন থেকে কিছু পরিব্রাজক ভারতে আসেন। এঁদের মধ্যে ছিলেন-ফাসিয়ান, সুয়ান জাং ইৎ সিং প্রমুখ। তাঁরা ভারতে থাকাকালীন এদেশের শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং বহু তথ্যসহ দেশে ফেরত যান। এ ছাড়া এদেশের অনেক বৌদ্ধ পণ্ডিত যেমন-কুমারজীব, ধর্মমিত্র, জ্ঞানভদ্র প্রমুখ চিনে গিয়েছিলেন।
