চিনে কীভাবে ভারতীয় সভ্যতার প্রসার ঘটেছিল?Indian civilization spread to China?

চিনে কীভাবে ভারতীয় সভ্যতার প্রসার ঘটেছিল?

চিনে কীভাবে ভারতীয় সভ্যতার প্রসার ঘটেছিল?
চিনে কীভাবে ভারতীয় সভ্যতার প্রসার ঘটেছিল?Indian civilization spread to China?

খ্রিস্টের জন্মের আগে থেকেই প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি ভারতের বাইরে বিশেষ করে চিন ও তিব্বতে ছড়িয়ে পড়ে। সেই ধারা জোরদার হয় খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতকে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

কুষাণ যুগে ব্যাপকভাবে ভারতীয় বৌদ্ধধর্ম চিনে প্রচারিত হয়। সম্রাট কনিষ্কের সময় মহাযান বৌদ্ধ ধর্মমত চিনে বিস্তারলাভ করে। এই সময় বৌদ্ধ পন্ডিত কাশ্যপ মাতা ও ধর্মরক্ষিত চিনের রাজদরবারে যান। এ ছাড়া বাণিজ্যিক সূত্রে বহু ভারতীয় চিনে বসবাস করতেন। এভাবেই ভারতীয় ধর্ম, দর্শন ও'সংস্কৃতি চিনে অনুপ্রবেশ করে।

ভারতীয় মধ্যযুগে চিন থেকে কিছু পরিব্রাজক ভারতে আসেন। এঁদের মধ্যে ছিলেন-ফাসিয়ান, সুয়ান জাং ইৎ সিং প্রমুখ। তাঁরা ভারতে থাকাকালীন এদেশের শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং বহু তথ্যসহ দেশে ফেরত যান। এ ছাড়া এদেশের অনেক বৌদ্ধ পণ্ডিত যেমন-কুমারজীব, ধর্মমিত্র, জ্ঞানভদ্র প্রমুখ চিনে গিয়েছিলেন।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ চিনে কীভাবে ভারতীয় সভ্যতার প্রসার ঘটেছিল?Indian civilization spread to China? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟