বহির্বিশ্বে কীভাবে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিস্তার ঘটে?
প্রাচীনকাল থেকেই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি ভারতের বাইরে ছড়িয়ে পড়ে। তবে এই ছড়িয়ে পড়ার পিছনে ছিল নানা কারণ। সম্রাট অশোক ও কনিষ্কের উদ্যোগে সর্বপ্রথম ভারতীয় বৌদ্ধধর্ম মধ্য এশিয়ায় প্রসার লাভ করে। কনিষ্কের সময় বাণিজ্য ও শিল্পের হাত ধরে এই বিস্তার আরও ব্যাপক হয়।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
চিন দেশ থেকে আগত হিউয়েন সাঙের উদ্যোগে ভারতের বৌদ্ধধর্ম প্রথমে চিন, তারপর তা কোরিয়া হয়ে জাপানে প্রবেশ করে। তিব্বতে গিয়েছিলেন দীপঙ্কর-শ্রীজ্ঞান (অতীশ)। তিনি সেখানে ভারতীয় বৌদ্ধধর্ম, ভাষা ও লিপির প্রসার ঘটান।পড়াশোনা করতে আসত। তাদের মাধ্যমেও ভারতীয় সংস্কৃতি এ ছাড়া বিদেশ থেকে বহু পণ্ডিত ও ছাত্র ভারতবর্ষের মহাবিহারগুলিতে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে।
সুবর্ণভূমির কম্বোজ, চম্পা প্রভৃতি রাজ্যে কিছু হিন্দুরাজ্য প্রতিষ্ঠিত হয়। চোলরাজা মালয়ের শৈলেন্দ্রবংশীয় রাজ্যের একটি অংশ দখল করেছিলেন। আ. ভারতের বহু বণিক এখানে বাণিজ্য করতে এসে থেকে যায়। ফলে তাদের হাত ধরে এখানে ভারতীয় সভ্যতার প্রসার ঘটে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় উপনিবেশ তথা সাম্রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারতীয় ভাষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিস্তারলাভ করে। এখানকার হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতায় অনেক মন্দির গড়ে ওঠে। যেমন-আঙ্কোরথোমের বেয়নের মন্দির, আঙ্কোরভাটের কিছু মন্দির ও মালয়ের বোরোবোদুরের বৌদ্ধস্তূপ
