প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর
সভ্যতার বিবর্তনের ইতিহাসে আদি সাক্ষাবিদ সমাজের পরে গড়ে ওঠে দাস ব্যবস্থা ৷ আবার দাস সমাজ ব্যবস্থার পর একে একে গড়ে ওঠে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ও পুঁজিবাদী ব্যবস্থা । তাই বলা হয় দাস ব্যবস্থায় হল সভ্যতার প্রথম ধারাবাহিকতার ইতিহাসে এক বিশেষ পর্যায় ৷ প্রাচীন কাল থেকে সমাজের মানুষের সম্মানজনকে অবস্থানসূচক বারে বারে পরিবর্তিত হয়েছে ৷ একেবারে প্রাথমিক পর্যায়ে যেমন সমাজে মানুষের অভিজাতদের সূচক ছিল গোসম্পদের সংখ্যা,পরবর্তীকালে সেই সামাজিক মর্যাদা সূচক হয়ে ওঠে ক্রীতদাসের সংখ্যা ৷ তাই দাস ব্যবস্থা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক এবং সমাজ জীবনে অপরিহার্য উপাদান ৷
প্রাচীনকালে দাস ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করতে হলে মূলত যে দুটি রাষ্ট্রের নাম চলে আসে তা হলো গ্রীস এবং রোম ৷ রোমে দাস ব্যবস্থার বিকাশ ঘটেছিল অনেক বিস্তৃত ক্ষেত্র জুড়ে ৷ প্রাচীন রোমের অর্থনীতি হয়ে ওঠে ছিল একান্ত ভাবে দাস নির্ভর ৷ রোমান আইনঙ্গ "ইনস্টিটিউশন(instituions)" গ্রন্থে দাস ব্যবস্থা ৷ এটি উদ্ভাবিত ব্যবস্থা বলে স্বাভাবিক বা প্রকৃতিগত ব্যবস্থা নয় ৷ রোমান আইনে দাসরা ছিল সম্পত্তির নামান্তর দাসদের উপর শারীরিক নিগ্রহ ও যৌন নিগ্রহ ছিল অতি স্বাভাবিক ঘটনা ৷ দাসদের কোন স্থানে অভিযোগ জানানোর কোন ব্যবস্থা ছিল না ৷
Related Posts
দাসদের কোনরকম সম্পত্তি রাখার অধিকার ছিল না ৷ দাসদের গৃহস্থলীর কৃষিকর্ম,ব্যবসা,মৎস্য শিকার সমস্ত প্রকার উৎপাদন এমনকি ক্রীতদাসীদের দাস মালিকদের যৌন প্রবৃত্তির চরিতার্থ করার কাজেও লাগানো হতো ৷ তারা দাস হিসেবে বিবেচিত হতো ?-- এই প্রশ্নের উত্তরে গবেষকরা মূলত দাসদের যে উৎস গুলির কথা তুলে ধরেছেন তা হলো :-- পিতা বা অভিবাব কতৃ সন্তানকে দাস হিসাবে বিক্রয় করা উর্ধ্বতন কর্তৃপক্ষ ও অধীনস্থ ব্যক্তিদের দাস হিসাবে বাজারে বিক্রয় ৷ ঋণ পরিষদের অক্ষম ব্যক্তিদের দাস হিসেবে ব্যবহার করা হতো ৷ ক্রীতদাস-দাসীদের সন্তান-সন্ততি রাও দাস হিসাবে জীবন কাটাতো ৷ তবে অধিকাংশ দাসের উৎস ছিল যুদ্ধে পরাজিত এবং বন্দীদের দাস হিসেবে ব্যবহার বা বিক্রয় করা ৷
প্রাচীন রোমে দাসদের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কোন ভাবে অস্বীকার করা যায় না । রোমান বাণিজ্যিক অর্থনীতিতে দাস শ্রমের গবেষক বলেন প্রাচীন পৃথিবীর রাষ্ট্র গুলির মধ্যে রোমের অর্থনৈতিক স্বাভাবিক দাস নির্ভর ছিল ৷ ঐতিহাসিক থার্নেট রোমান অর্থনীতিকে দাস নির্ভর অর্থনীতি বলে চিহ্নিত করার পক্ষপাতী ছিলেন ৷ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ডেলস হয়ে উঠেছিল দাস বিক্রয় এর বিরাট বাজার ৷ এখান থেকেই দাস ক্রয় করে তাদের রোমের খামার গুলিতে কৃষি কাজে লাগানো হতো ৷ রোমান সম্রাট অগাস্টাস দাস ক্রয় বিক্রয়ের উপর ২ শতাংশ হারে কর ধার্য করেন ৷ ঐতিহাসিক W.B.Haris এর Trade the cambridge ancient history" গ্রন্থ থেকে জানা যায় রুমে প্রতিবছর প্রায় ২.৫ লক্ষ দাস ক্রয় বিক্রয় হতো ৷
রুমে ৪৯% দাসের মালিক ছিল অভিজাতরা ৷ গৃহস্থলীর কর্মে নিযুক্ত দাসদের অন্তত্য ৬৫% কাজে লাগানো হতো ৷ মর্কসবাদী ঐতিহাসিক উৎপাদন ব্যবস্থায় দাসদের মাত্রাতিরক্ত ভূমিকার কথা বিবেচনা করে রোমের অর্থনীতিকে গ্রিসের ন্যায় দাস ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা বলে বিবেচনা করে ৷ ট্রিফ্রানে গুডিয়াস মত প্রকাশ করেন যে,"রোমানদাস প্রথা জাতিভিত্তিক ছিল না বরং একটি সচ্ছল বন্দোবস্ত ছিল ৷" দাসরা জাতিগতভাবে ছিল ভেল্টিক,ক্রিট, ইম্পালিয়ান,মিশরীয়,আরবীয় প্রভৃতি ৷
প্রজাতান্ত্রিক শাসনের গোড়ার দিকে একজন রোমান নাগরিক নিজেকে এবং নিজের সন্তানকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করত ৷ এই ব্যবস্থা নেক্রাম ব্যবস্থা নামে পরিচিত ৷ কিন্তু ৩২৬ খ্রিস্টাব্দে লেক্স পয়েন্টেলিয়া প্যপিরিয়া আইন দ্বারা বন্ধকী দাস প্রথা বা নেক্রাম নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ কৃষি শিল্প গৃহস্থালির কাজ ছাড়াও খনি এবং খাদানে বিপুলসংখ্যক ক্রীতদাসদের নিয়োগ করা হতো ৷ এদের অবস্থা ছিল ভয়ংকর এবং শোচনীয় ৷ রৌপ খনিতে কাজ করত প্রায় ৫০০০ দাস আর বড় জাহাজে ১৫০-২০০ জন দাস দাড় টানতো ৷
রোমানরা দাসদের প্রতি যে চরণ নির্যাতন করত এ বিষয়ে কোন দ্বিমত নেই ৷ বৃদ্ধ অসুস্থ দাসদের গৃহ থেকে বিতাড়িত করা হতো । মালিকের আমোদ প্রমদ বা বিনোদনের কাজ দাসেদের লাগানো হতো ৷ যদি কোন ক্রীতদাস পালাতে গিয়ে ধরা পড়তো তাহলে তাদের মৃত্যুদণ্ড অথবা হিংস্র প্রশুদের সঙ্গে লড়ার জন্য ব্যবস্থা করা হতো । দাসদের গড় আয়ু ২১ বছরের বেশি ছিল না ৷ দাসদের হাত পা ভেঙ্গে দেওয়া,চোখ খোঁচা দিয়ে অন্ধ করে দেয়ার ঘটনা প্রায়শই ঘটত ৷ যেখান থেকে দাসদের শোচনীয় অবস্থা অনুমান করা যায় ।
প্রাচীন রোমে সাধারণত তিন ভাবে দাসদের মুক্তি ঘটতে পারতো ৷ যথা -(১). প্রভু কর্তৃক স্বেচ্ছায় মুক্তি দান (২). প্রভুকে অর্থ প্রদানের মাধ্যমে মুক্তি দান এবং (৩). প্রভুর মৃত্যুর পর উইল অনুসারে মুক্তি লাভ । তবে দাসদের বিরুদ্ধে ধারাবাহিক অত্যাচার পরিণতি হিসেবে একটি পর্যায়ে দাস অসন্তোষ ক্রমাগত বহির্ভূত হতে থাকে এবং পরিণতি হল নেতৃত্বে ঐতিহাসিক দাস বিদ্রোহ ৷ যে দাস বিদ্রোহের আগুন সমস্ত অভিভূত ছড়িয়ে পড়ে থাকে ৷ ইউরোপের নানান প্রান্তে তবে বৃদ্ধদের অপরাধে দাসদের ক্রুশ বৃদ্ধ করে হত্যা করা ছিল স্বাভাবিক ঘটনা । তাই বলা হয় রোমান অর্থনীতির নির্যাতক শক্তি হিসেবে ক্রীতদাসরা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সত্ত্বেও তারা হয়ে গিয়েছিল চিরকালই শোষিত ও নির্যায়িত ৷
Image source:- wikipedia