সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের ভূমিকা

সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের ভূমিকা

 সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের ভূমিকা

সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের ভূমিকা

জ্যাকোবিনরা এক সংকট ময় মুহূর্তে ক্ষমতা লাভ করেছিল রাজা ৷ 'ষোড়শ লুই' এর মৃত্যুর পর ফ্রান্সে ঘরে বাইরে বিপদ আসে এই বিপদকে মোকাবিলা করার জন্য জ্যাকোবিনরা যে শাসন নীতি অনুসরন করেছিল, তাকে সন্ত্রাসের শাসন বলা হয় ৷ প্রথম জীবনে বাক স্বাধীনতার পূজারী হলেও ফ্রান্সের অভ্যন্তরীণ অরাজকতা দমনে তিনি সন্ত্রাসের প্রয়োজনীয়তা অনুভব করেন ৷ তার নেতৃত্বে ২ জুন ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ২৭ জুলাই ১৭৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্স সন্ত্রাসের শাসন কায়েম ছিল ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
সংস্কার মূলক কাজগুলিই হলো

প্রথমতঃ,তিনি সন্ত্রাসের রাজত্বকালে দরিদ্র জনসাধারণের স্বার্থে মজুতদারি ও কালোবাজারি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন ৷

দ্বিতীয়তঃ- নিম্নতম মজুরি আইন,সর্বোচ্চ মূল্যের আইন কঠোরভাবে কার্যকরী করেন ৷

তৃতীয়তঃ ফ্রান্সে ওজন ও মাপের দশমিক প্রথা চালু করেন ৷

চতুর্থতঃ বিপ্লবী বর্ষপঞ্জি প্রবর্তন করেন ৷


সীমাবদ্ধতাঃ - রোবসপিয়ারের একনায়কতন্ত্র সন্ত্রাসের বাড়াবাড়ি তার জনপ্রিয়তা নষ্ট করে এবং তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় । শেষ পর্যন্ত জ্যাকোবিন দলের আতঙ্কিত সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে বিক্ষুব্ধ জাতি রোবসপিয়ার ও তার অনুগামীদের গ্রেফতার করেন এবং পরের দিন তাকে গিলোটিনে হত্যা করা হয় (২৭ জুলাই ১৭৯৪ খ্রিঃ) । এই ঘটনা যার্মিডোরীয় নামে পরিচিত ৷ তার মৃত্যুর সঙ্গে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে ৷


পরিশেষে বলা যায় যে, এই সীমাবদ্ধতা সত্বেও ফরাসি বিপ্লবের রূপকার, রক্ষাকর্তা ও ফরাসি বিপ্লবের অগ্নিময় পুরুষ হিসেবে ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার ইতিহাসে স্থায়ী আসন পেয়েছেন । লেফেফর মনে করেন,"সমাজে বিপ্লব-এর আদর্শ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের প্রয়োজন ছিল সন্ত্রাস ছাড়া ফ্রান্সকে কালোবাজারিদের হাত থেকে রক্ষণ করা যেত না।"

তোমাকে অনেক ধন্যবাদ সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের ভূমিকা এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟