সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের ভূমিকা
জ্যাকোবিনরা এক সংকট ময় মুহূর্তে ক্ষমতা লাভ করেছিল রাজা ৷ 'ষোড়শ লুই' এর মৃত্যুর পর ফ্রান্সে ঘরে বাইরে বিপদ আসে এই বিপদকে মোকাবিলা করার জন্য জ্যাকোবিনরা যে শাসন নীতি অনুসরন করেছিল, তাকে সন্ত্রাসের শাসন বলা হয় ৷ প্রথম জীবনে বাক স্বাধীনতার পূজারী হলেও ফ্রান্সের অভ্যন্তরীণ অরাজকতা দমনে তিনি সন্ত্রাসের প্রয়োজনীয়তা অনুভব করেন ৷ তার নেতৃত্বে ২ জুন ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ২৭ জুলাই ১৭৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্স সন্ত্রাসের শাসন কায়েম ছিল ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
প্রথমতঃ,তিনি সন্ত্রাসের রাজত্বকালে দরিদ্র জনসাধারণের স্বার্থে মজুতদারি ও কালোবাজারি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন ৷
দ্বিতীয়তঃ- নিম্নতম মজুরি আইন,সর্বোচ্চ মূল্যের আইন কঠোরভাবে কার্যকরী করেন ৷
তৃতীয়তঃ ফ্রান্সে ওজন ও মাপের দশমিক প্রথা চালু করেন ৷
চতুর্থতঃ বিপ্লবী বর্ষপঞ্জি প্রবর্তন করেন ৷
সীমাবদ্ধতাঃ - রোবসপিয়ারের একনায়কতন্ত্র সন্ত্রাসের বাড়াবাড়ি তার জনপ্রিয়তা নষ্ট করে এবং তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় । শেষ পর্যন্ত জ্যাকোবিন দলের আতঙ্কিত সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে বিক্ষুব্ধ জাতি রোবসপিয়ার ও তার অনুগামীদের গ্রেফতার করেন এবং পরের দিন তাকে গিলোটিনে হত্যা করা হয় (২৭ জুলাই ১৭৯৪ খ্রিঃ) । এই ঘটনা যার্মিডোরীয় নামে পরিচিত ৷ তার মৃত্যুর সঙ্গে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে ৷
পরিশেষে বলা যায় যে, এই সীমাবদ্ধতা সত্বেও ফরাসি বিপ্লবের রূপকার, রক্ষাকর্তা ও ফরাসি বিপ্লবের অগ্নিময় পুরুষ হিসেবে ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার ইতিহাসে স্থায়ী আসন পেয়েছেন । লেফেফর মনে করেন,"সমাজে বিপ্লব-এর আদর্শ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের প্রয়োজন ছিল সন্ত্রাস ছাড়া ফ্রান্সকে কালোবাজারিদের হাত থেকে রক্ষণ করা যেত না।"