উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচে থেকে সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা কর
অগ্রাহর ব্যবস্থাকে কেন্দ্র করে মধ্যযুগের পর থেকে সামন্ত প্রথার উদ্ভব ঘটে ৷ গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্ম স্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূমিধানে রীতিকে অগ্রহার বলা হত ৷ ভারতের আদি মধ্যযুগের সূচনা করলে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে ৷ এই ব্যবস্থা আবার উপরের থাকত রাজা সর্বনিম্ন স্তরে থাকতো ভূমি দাস ৷ তবে জমির উপর এদের কোন মালিকানার শর্ত ছিল না । সামন্ততন্ত্রের এই ব্যবস্থার শক্তি বৃদ্ধি ঘটালো অনিবার্যভাবে রাজশ শক্তির দুর্বল হয়ে পড়েছিল ৷
Related Posts
ঐতিহাসিক কোশাম্বি তার "An imtroduction to the study of Indian history" গ্রন্থে বলেছেন ভারত কৃষি প্রধান গ্রামীণ অর্থনীতির দেশ ৷ এই ব্যবস্থা স্থানীয় কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত ৷ তাই সেই সময় কোন ভূস্বামী ছিল না। কোশাম্বি কৃষকদের সাথে শাসকদের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনকে উপর থেকে সামন্ততন্ত্র নাম দিয়েছে ৷
চতুর্থ শতক থেকে সপ্তম শতক পর্যন্ত এই ব্যবস্থা পুরোপুরি দলে বিকশিত হয়েছিল ৷ সপ্তম শতকের শেষের দিকে জীবন সমাজে অভ্যন্তরে একটি ভূস্বামীর শ্রেণীর উদ্ভব হয়েছিল ৷ যেটিকে তিনি নিজ থেকে সামন্ততন্ত্র বলে উল্লেখ করেছেন ৷ তবে ইরফান হাবিব ও রামশরণ শর্মা তার এই শব্দ প্রয়োগ গ্রহণযোগ্য বলে মনে করতেন না ৷ তবে এই সময় ঐতিহাসিক উপাদান থেকে দেখা যায় উৎপাদনের ওপর অকৃষক ব্যক্তিদের অধিকার ও রাজস্ব আদায়ের তথ্য পাওয়া যায় ৷