উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচে থেকে সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা কর

উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচে থেকে সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা কর

 উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচে থেকে সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা কর

উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচে থেকে সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা কর


গ্রাহর ব্যবস্থাকে কেন্দ্র করে মধ্যযুগের পর থেকে সামন্ত প্রথার উদ্ভব ঘটে ৷ গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্ম স্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূমিধানে রীতিকে অগ্রহার বলা হত ৷ ভারতের আদি মধ্যযুগের সূচনা করলে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে ৷ এই ব্যবস্থা আবার উপরের থাকত রাজা সর্বনিম্ন স্তরে থাকতো ভূমি দাস ৷ তবে জমির উপর এদের কোন মালিকানার শর্ত ছিল না । সামন্ততন্ত্রের এই ব্যবস্থার শক্তি বৃদ্ধি ঘটালো অনিবার্যভাবে রাজশ শক্তির দুর্বল হয়ে পড়েছিল ৷


Related Posts


ঐতিহাসিক কোশাম্বি তার "An imtroduction to the study of Indian history" গ্রন্থে বলেছেন ভারত কৃষি প্রধান গ্রামীণ অর্থনীতির দেশ ৷ এই ব্যবস্থা স্থানীয় কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত ৷ তাই সেই সময় কোন ভূস্বামী ছিল না। কোশাম্বি কৃষকদের সাথে শাসকদের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনকে উপর থেকে সামন্ততন্ত্র নাম দিয়েছে ৷


চতুর্থ শতক থেকে সপ্তম শতক পর্যন্ত এই ব্যবস্থা পুরোপুরি দলে বিকশিত হয়েছিল ৷ সপ্তম শতকের শেষের দিকে জীবন সমাজে অভ্যন্তরে একটি ভূস্বামীর শ্রেণীর উদ্ভব হয়েছিল ৷ যেটিকে তিনি নিজ থেকে সামন্ততন্ত্র বলে উল্লেখ করেছেন ৷ তবে ইরফান হাবিব ও রামশরণ শর্মা তার এই শব্দ প্রয়োগ গ্রহণযোগ্য বলে মনে করতেন না ৷ তবে এই সময় ঐতিহাসিক উপাদান থেকে দেখা যায় উৎপাদনের ওপর অকৃষক ব্যক্তিদের অধিকার ও রাজস্ব আদায়ের তথ্য পাওয়া যায় ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟