দাঁতাত কি আলোচনা কর

দাঁতাত কি আলোচনা কর

দাঁতাত কি আলোচনা কর অথবা,দাঁতাতের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? সমকালীন বিশ্বরাজনীতিতে এর প্রভাব কি হয়েছিল?

দাঁতাত কি আলোচনা কর

দাঁতাত কি আলোচনা কর

দাঁতাত কথার অর্থ হলো উত্তেজনা প্রশমন। এটি একটি ফরাসি শব্দ। মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুই বা তার বেশি দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রশমন ঘটিয়ে স্বাভাবিক সহাবস্থান মূলক সম্পর্ক তৈরি করার প্রক্রিয়ায় হল দাঁতাত। ফরাসি রাষ্ট্রপতি দা গল দাঁতাত শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি ভেবে ছিলেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে সম্পর্ক সহজ হয়ে উঠবে এই প্রক্রিয়ার মাধ্যমে। তবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে এই দাঁতাত শব্দটি বিশেষভাবে প্রযোজ্য হিসাবে লক্ষ করি।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

ঠান্ডা যুদ্ধের পরিবেশে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত লড়াই এবং পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি করে। ১৯৬০ সালের পর থেকে ধীরে ধীরে এই পরিস্থিতির অবসান ঘটতে থাকে এবং এক পারস্পরিক সহযোগিতা নীতি গৃহীত হয়। হেনরি কিসিংগারের মতে দাঁতাত হল প্রত্যক্ষ সামরিক সংঘাত এবং পারমাণবিক যুদ্ধ এড়ানোর লক্ষ্যে চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতার বদলে পারস্পরিক শান্তিপূর্ণ সহযোগিতার উপর গুরুত্ব আরোপ। তবে এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পরিবেশ গড়ে ওঠার পিছনে একাধিক কারণ ছিল

পারমাণবিক যুদ্ধভীতি রাশিয়া এবং আমেরিকা দুই শক্তিকেই পরস্পরের কাছে এনেছিল। এই প্রসঙ্গে উভয় শক্তির মধ্যে একাধিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সোভিয়েত রাশিয়ার ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও সাম্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছিল। তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষতা নীতি অবলম্বন করে ছিল। এর ফলে ঠান্ডা লড়াই রাজনীতির তীব্রতা অনেকটাই কমে গিয়েছিল।

সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচেভ সংস্কার ১৫ পুনর্গঠন নীতির উপর ভিত্তি করে রাষ্ট পরিচালনা শুরু করেন পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী হন।

সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা : যুক্তরাষ্ট্রের মাধ্যমে সমগ্র বিশ্ব যে দ্বিমেরুতে পরিণত হয়েছিল তার পরিবর্তে বহুমেরুতার উত্থান ঘটে। তৃতীয় বিশ্বের দেশ চীনের উত্থান, অন্যান্য রাষ্ট্র কর্তৃক স্বাধীন বিদেশ নীতি গ্রহণ এক্ষেত্রে সহায়ক হয়েছিল।

তৃতীয় বিশ্বের দেশগুলি একে একে জোটনিরপেক্ষ নীতি গ্রহণ করতে শুরু করলে বহু ইউরোপীয় দেশ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে পুঁজি বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে। ফলে সোভিয়েত এবং মার্কিন দুই ' জোটের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের তীব্রতা ক্রমশ হ্রাস পেতে থাকে।

বাস্তবে এই দাঁতাত প্রক্রিয়ার মাধ্যমে স্নায়যুদ্ধের অবসান ঘটে, সামরিক জোটের প্রয়োজনীয়তা হ্রাস পায়, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে, নির্জোট আন্দোলনের প্রাসঙ্গিকতা অনেকটাই কমে যায়, ইউরোপের ঐক্য এবং সংহতি সুদৃঢ় হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধিতা এবং বিজ্ঞান প্রযুক্তিতে সহযোগিতার ক্ষেত্রে প্রস্তুত হয়।

তোমাকে অনেক ধন্যবাদ দাঁতাত কি আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟