খুদকস্ত রায়ত ও পাইকস্ত রায়ত বলতে কী বোঝা ?
ভারত হল একটি কৃষিপ্রধান দেশ । এই কাজে একটি উল্লেখযোগ্য অংশ ছিল এই কৃষি সমাজ ৷ পাকঔপনিবেশিক ভারতে কৃষক সমাজে- বিভিন্ন স্তর ছিল । গামীন কৃষি ব্যবস্থায় উৎপাদনে হ্রাসবৃদ্ধির সাথে কৃষক সমাজ । সাথে-কৃষকের অবস্থানের ওপর পরিবতন ঘটত । এই ধরনের অবস্থান গত পরিবর্তনের ফলে ফলে-দুধরনের কৃতক দেখা যায় খুদকস্ত-ও পাইকস্ত । খুদকস্ত কৃষকরা ছিল গ্রামের স্থায়ী বাসিন্দা যারা বংশানুমিক ভাবে জমি চাষ করত । এরা মূলত নিজের গরু বলদ ও হালের মধ্যেমে নিজের জমিতে চাষ করত। যে কারণে তাদের কোনো কোনো ক্ষেত্রে বলা হত "গরু-হাল রায়ত" ৷
গরু হালের সামাজিক পতিপতি নির্ভর করত তাদের গরু ও হালের ব্যবহারের উপর ৷ তবে রাজস্থানের সকল খুদকস্ত কৃষকে গরু হাল বলা হত না। অথাৎ যাদের- উচ্চতর সম্পদ ছিল তাদের বলা হয় 'গরুহাল' ৷ এই খুদকস্ত কৃষকরা কোনো কোনো ক্ষেত্রে আবার ভাড়াটে শ্রমিকের ব্যবস্থা করত । এই ভাড়াটে শ্রমিক নেওয়ার কারণ হল উচ্চবর্নের গরু হাল কৃষকরা যেমন ব্রাহ্মণ ও রাজপুতদের পরিবারগুলি ৷ যেহেতু কৃষিকাজে অংশ গ্রহণ করতনা সেহেতু ভাড়াটে কৃষকদের ওপর নির্ভর হত । তবে এই ভারাটে শ্রমিক নেওয়া হয় ফসল কাটার সময় ।
পাইকস্ত বলতে সেইসব কৃষকদের বোঝত যারা অন্য গ্রাম থেকে আগত হত । তবে একই জমিদারের অধীনে এক গ্রাম থেকে অন্য গ্রামে আগত কৃষককে পাইকস্ত বলা হত । এই অস্থায়ী কৃষকরা- অন্য গ্রামে চলে যেত কারণ তাদের গ্রামে যথেষ্ট কৃষির উৎপাদনের অভাব ছিল । কোনো কোনো ক্ষেত্রে সম্পদশালী খুদকস্তরা তাদের কৃষিকাজে লাগত । তবে শর্ত ছিল যে উৎপাদনের একটি অংশ খুদকস্তদের দিতে হবে । পাইকস্তরা খুদকস্তদের খাজনা দিয়ে প্রজা শত্ব ভোগ করত । কিছু পাইকস্ত অপেক্ষাকৃত ধনী ছিল তাদের নিজম হাল ও বলদ ছিল। কিছু নতুন জমিতে অর্থাৎ যে জমি খুদকস্তরা ছেড়ে চলে যেত সেখানে চাষের জন্য পাইকস্তদের নিয়োগ করা হত ৷ এমনকি চাষের জমি বৃদ্ধি করার জন্য গ্রাম প্রধান বা জমিদাররা নতুন নতুন জমিকে চাষযোগ্যকরার চেষ্টা করত পাইকস্তদের মাধ্যেমে ।
গ্রামীন সমাজ ব্যবস্থায় খুদকস্তরা পাইকস্তদের তুলনায় পতিপত্বশালী ছিল। তবে এই পতিপত্বির পিছনে জাত বা বর্ণ ব্যবস্থা কেনো ভূমিকা ছিলনা । আসলে খুদকস্তদের সামাজিক পতিপত্বির প্রধান কারন ছিল গ্রামের সামাজিক সংগঠনে তাদের বিশেষ মর্যদা ছিল । অন্যদিকে পাইকস্তরা ছিল অস্থায়ী বাসিদা এবং গ্রামে তাদের নিজস্ব কোনো বাসগৃহ ছিলনা । সেই কারণে গ্রামীণ সমাজিক সংগঠনে তাদের মর্যদা ছিলনা । অর্থাৎ পাইকস্ত রায়তদের থেকে খুদকস্ত রায়তরা বেশি সুযোগ সুবিধা ভোগ করত।
📛সম্ভাব্য প্রশ্ন গুলি হলঃ -
- খুদকস্ত ও পাইকস্তা রায়ত কারা ছিল ?
- খুদকস্ত রায়ত ও পাইকস্তা রায়ত কারা?