জাহান্দারি ও যাওয়াইত বলতে কী বোঝো

জাহান্দারি ও যাওয়াইত বলতে কী বোঝো

 জাহান্দারি ও যাওয়াইত বলতে কী বোঝো

জাহান্দারি ও যাওয়াইত বলতে কী বোঝো

দিল্লির সুলতানরা তথ্যগতভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও ভারতীয়রা পরিবেশের বাস্তবতার ক্ষেত্রে কতগুলি সুনির্দিষ্ট ক্ষমতার সীমাবদ্ধতা কে মেনে নিয়েছিলেন ৷ প্রাথমিক পর্বে তাদের শাসনতান্ত্রিক কার্যাবলী কে প্রধানত দুটি ক্ষেত্রে সীমাবদ্ধতা রেখেছিল ৷ সেগুলি হল জাহান্দারি ও জাওয়াবিত ৷ জাহান্দারি বলতে বোঝায় রাজ্য জয় করে নববিজিতে রাজ্যগুলিকে অধিকার সুসংহত করা আর জাওয়াবিত বলতে বোঝায় সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করে বাহিনীকে সচল ও সন্তুষ্ট রাখা ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

প্রথম পর্যায়ে সুলতানরা একের পর এক রাজ্য জয় করে তাদের রাষ্ট্রব্যবস্থার মূল বৈশিষ্ট্য বলে বিবেচনা করতেন ৷  এরপর সুলতানরা জাহানদারী ব্যবস্থার প্রতি মনোযোগ দেন অর্থাৎ রাষ্ট্র যন্ত সচল রাখার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেন ৷ জাহান্দারী ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের সার্বিক শক্তি তার লক্ষ্যে সুলতানরা কতগুলি কর্তব্য পালন তাদের পক্ষে আবশ্যক বলে বিবেচনা করে ৷ প্রজা বর্গকে ন্যায় বিচার ও নিরাপত্তা দিতে সুলতানবাধ্য বলে শাসকবর্গ মনে করতেন ৷ এক্ষেত্রে সুলতানরা অনেকাংশে শরীয়তী আদেশ ও বিধান পালনের দিকে অগ্রসর হন ৷ আর ফলে অবশ্য উলঙ্গ সম্প্রদায় তাদের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হন ৷

সুলতানি শাসনব্যবস্থায় জাওয়াবিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কারণ দিল্লির সুলতানি বংশ অনেকাংশে সামরিক শক্তির ওপর প্রতিষ্ঠিত ছিল ৷ সমগ্র সুলতানি ব্যবস্থা তে সুলতান কে কখনোই সামরিক ব্যবস্থাকে বিন্দুমাত্র শিথিল করতে পারেননি ৷ আলাউদ্দিন খলজির বিশ্বজয়ের স্বপ্ন, মহম্মদ বিন তুঘলকের খোরাসান অভিযানের পরিকল্পনা,কারা চল বিজয় এই সমস্ত কিছুই ছিল জাওয়াবিত ব্যবস্থাজাত ৷ তাই জাহান্দারি এবং জাওয়াবিত ব্যবস্থার মধ্য দিয়ে এক আধারে সাম্রাজ্যের বিস্তার সাম্রাজ্যের সুগঠন করন,রাষ্ট্রীয় আদর্শ প্রতিষ্ঠা ,সামরিক শক্তি বৃদ্ধির প্রয়াস চালানো হয়েছিল ৷ তাই বলা যায় এই দুই ব্যবস্থার মধ্য দিয়ে দিল্লির সুলতানের মধ্যে শাসক এবং সামরিক বিজেতার সমন্বয়ে ঘটেছিল ৷

                           --🔹সমাপ্ত🔹--

তোমাকে অনেক ধন্যবাদ জাহান্দারি ও যাওয়াইত বলতে কী বোঝো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟