প্রাচীন ভারতের ইতিহাস রচনাবলী দেশীয় ও বিদেশী সাহিত্যিক উপাদান সমূহ এর তুলনামূলক আলোচনা কর

প্রাচীন ভারতের ইতিহাস রচনাবলী দেশীয় ও বিদেশী সাহিত্যিক উপাদান সমূহ এর তুলনামূলক আলোচনা কর

প্রাচীন ভারতের ইতিহাস রচনাবলী দেশীয় ও বিদেশী সাহিত্যিক উপাদান সমূহ এর তুলনামূলক আলোচনা কর বা,প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব বিচার করো

প্রাচীন ভারতের ইতিহাস রচনাবলী দেশীয় ও বিদেশী সাহিত্যিক উপাদান সমূহ এর তুলনামূলক আলোচনা কর


ন্যান্য দেশের তুলনায় প্রাচীন ভারতের ইতিহাস রচনার কাজ অত্যন্ত কঠিন ডক্টর ফিলিট বলেছেন, "প্রাচীন হিন্দুরা ইতিহাস লিখতে জানতো না এবং তাদের ইতিহাসবোধ ও ছিল না ৷ প্রাচীন গ্রিসের জন্য হেরেডোটাস,থুকিটিডিস যেমন লিখেছেন তেমনি প্রাচীন রোমের জন্য লিভি,ক্যাসিটাস চমৎকার ইতিহাস উপস্থাপন করেছেন ৷ কিন্তু প্রাচীন ভারতের সেরকম কেউ ছিল না।" প্রাচীন ভারতের যে গ্রন্থটি কে প্রথম ইতিহাসের মর্যাদা দেওয়া হয় সেটি হল কলহলের 'রাজতরঙ্গিনী' ৷ তবে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদান হিসেবে পর ভাবে আমাদের সাহায্য করে-   রামায়ণ, মহাভারত, বৈদিকসাহিত্য,পুরাণ,উপনিষদ ইত্যাদি ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন


বৈদিক সাহিত্য থেকে আর্যদের রাষ্ট্র সমাজ অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে বহু মূল্যবান তথ্য জানা যায়। রামায়ণের বিষয়বস্তু রাম-রাবণের যুদ্ধ ঐতিহাসিক দিক থেকেও আর্যদের সঙ্গে অনার্যদের সংঘর্ষের ঘটনা বলে বিশ্লেষণ করা হয় ৷ মহাভারতের শান্তি পূর্বে ভীষ্ম রাষ্ট্র পর্ব ব্যাখ্যা করেছেন ৷ পুরান থেকে রাজাদের বংশতালিকা সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়, জাতকের গ্রন্থ সমূহের গৌতম বুদ্ধের জন্ম চক্র বিষয়ক লক্ষ কাহিনী গুলি বর্ণিত হয়েছে ৷ জৈন গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী রাজনৈতিক অবস্থা এবং ষোড়শ মহাজনপদ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় ৷




ধর্ম বিষয়ক গ্রন্থ ছাড়াও একাধিক ধর্মনিরপেক্ষ ভারতীয় গ্রন্থ প্রাচীন ভারত সম্পর্কে নানা তথ্য উপস্থাপন করেছেন ৷ পানিনির 'অষ্টাদ্ধয়ী' ও পতঞ্জলির 'মহাভারত' গ্রন্থ গুলি ব্যাকরণ সংক্রান্ত বর্গী সংহিতা গ্রন্থ থেকে ইতিহাসের গণিত তারিখ সম্পর্কে ধারণা লাভ করা যায় ৷ অশ্বঘোষ 'দুর্গাচরিত', বানভট্টের 'হর্ষচরিত' জীবনী মূলক গ্রন্থ ৷ যা থেকে গৌতম বুদ্ধ এবং হর্ষবর্ধনের সম্পর্কে বহু তথ্য জানা যায় ৷ বিলহ্বনের 'বিক্রমদেবচরিত' থেকে রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবন কাহিনী জানা যায় ৷ সন্ধ্যাকর নন্দীর রচিত 'রামচরিত' গ্রন্থ থেকে বাংলাদেশের রাজা রাম পালের জীবন কাহিনী জানা যায় ৷ এছাড়া বিশাখদত্তের 'মুদ্রারাক্ষস' নাটক,কালিদাসের 'রঘুবংশম' ,'মালবিকানিমিত্রম' ,'অভিজ্ঞানশকুন্তলা' থেকে সমাজচিত্র পাওয়া যায় কবি হরি সেন রচিত 'এলাহাবাদ প্রশস্তি' সমুদ্র গুপ্তের রাজ্য জয়ের বিবরণ দেয় হর্ষবর্ধন রচিত তিনটি নাটক 'রতনাবলী', 'নাগানন্দ','প্রিয়দর্শিকা থেকে অনেক তথ্য পাওয়া যায় ৷



প্রাচীন ভারতের ইতিহাস পুনঃনির্মনের ক্ষেত্রে বৈদ্যিক সাহিত্যের গুরুত্ব অপরিসীম বৈদেশিক পর্যটক লেখকদের মধ্যে গ্রিক,তিব্বতীয় ও আরবীয় অত্যন্ত কৃতিত্বের পরিচয় দিয়েছেন ৷ বিদেশি লেখকদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন ছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডাস তিনি কখনো ভারতে না এলে ও তার ইতিহাস গ্রন্থে উত্তর-পশ্চিম ভারত আক্রমণ ও জয়ের কথা ফুটে উঠেছে ৷ গ্রীক লেখকদের মধ্যে নিযয়ারকাল অ্যরিষ্ঠবুলন্ম খুবই খ্যাতি অর্জন করেছিলেন এর রচনা 'জেনারেল হিস্ট্রি' থেকে ব্যাকট্রির গ্রিকদের  সম্বন্ধে জানা যায়। এক অজ্ঞাতনামা  'পেরি পলাশ অফ দা ইথিরিয়ান' থেকে ভারতের সমুদ্র পথ,বন্দর অভ্যন্তরীণ ও বহির বাণিজ্য সম্পর্কে একাধিক তথ্য জানা যায় ৷ এছাড়াও টলিমির "ভূগোল" গ্রন্থ ফ্লিপির ন্যাচারাল হিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিব্বতি ঐতিহাসিক নামাজ আরকনাথের ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম ইতিহাস বিস্তারিতভাবে আলোচিত হয়েছে ৷


চিনি পর্যটকদের মধ্যে ফা হিয়েন,হিউয়েন সাং,হাসিম ছিলেন গুরুত্বপূর্ণ এছাড়া সুমা হয়েন যিনি চীনের হেরোডোরাস নামে পরিচিত ৷ তা রচনাতে ভারতের নানান মূল্যবান তথ্য পাওয়া যায়। হিউয়েন সাংএর 'সি-ইউ-কি' গ্রন্থের হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা উপস্থাপিত করেছেন তিনি ৷ হর্ষবর্ধনের সাথে শশাঙ্কের সংঘাতের কাহিনী ও তুলে ধরেছেন ৷


আরোবীয় পর্যটক ও ঐতিহাসিক আল বিরুনী নীর 'তহকক-ই-রিহিম' গ্রন্থটি ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থ থেকে সমকালীন সহিষ্ণু হিন্দু ধর্মের কথা জানা যায় এবং সমাজব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ তবে এই গ্রন্থটি এই দেশের ইতিহাস ব্যক্ত হয়নি তাই সবশেষে বলা যায় প্রাচীন ভারতের ইতিহাস চিত্রণের ক্ষেত্রে ভারতের সাহিত্যিক উপাদান ৷ গ্রিক বা রোমের মতো না থাকলেও এ দেশের স্বল্প উপাদান এবং বিদেশিক সাহিত্য বা লিখিত উপাদান কে পাশাপাশি রেখে আলোচনা ও পর্যালোচনার মধ্যে দিয়ে প্রাচীন ভারতের রাজনীতি অর্থনীতি সমাজ ধর্মীয় জীবন সম্পর্কে ধারণা পরিস্ফুট হয়ে ওঠে ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟