Envs 2nd semester question answer_ environmental studies 2nd sem question answer _ccf

 

 Envs 2nd semester question answer_ environmental studies 2nd sem question answer _ccf

Envs 2nd semester question answer_ environmental studies 2nd sem question answer _ccf



🛑১) কবে কোথায় তিবিলিসি ঘোষণা করা হয়েছিল? 

🔹সোভিয়েত রাশিয়ার জর্জিয়ায় ১৯৭৭ সালে।


🛑 ২) ভারতে বন্যপ্রাণী সরক্ষণ আইন কবে পাস হয়? 🔹 ১৯৭২ সালে।


🛑৩) ভারতে বন সংরক্ষণ আইন কবে চালু হয়?

🔹 ১৯৮০ সালে।


🛑৪) ভারতে জলদূষণ প্রতিরোধ বণ প্রতিে নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়?

🔹  ১৯৭৪ সালে


🛑ভারতে বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অ কবে চালু হয়?

🔹 ১৯৮১ সালে।


🛑 কবে কোথায় মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়? 🔹কানাডার মন্ট্রিল-এ ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর।


🛑কবে কোথায় কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়?  🔹জাপানের কিয়োটো তে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর। 


🛑 কবে কোথায় চিপকো আন্দোলন শুরু হয়? 

🔹 ১৯৭৩ সালে উত্তর প্রদেশের গাড়ওয়াল অঞ্চলে।


🛑চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখ। 

🔹 সুন্দরলাল বহুগুনা, চন্ডী প্রসাদ ভাট, গৌরী দেবী।


🛑সাইলেন্ট ভ্যালি  আন্দোলন কবে কোথায় হয়েছিল?

🔹 কেরালার পালাক্কাদ জেলায়, ১৯৭৩ সালে।


🛑সাইলেন্ট ভ্যালি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কে? 

🔹কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ (KSSP)| .


🛑 নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে কোথায় শুরু হয়?

🔹 ১৯৮৫ সালে, গুজরাট মধ্যপ্রদেশে।


🛑নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতার নাম লেখ। 🔹মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়।



🛑 সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী কাকে বলা হয়?

 🔹সুগাথাকুমারী কে।


🛑কত সালে কোথায় জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়?

🔹 ১৯৮২ সালে, ঝাড়খণ্ডের সিংভূমে। 


🛑 কত সালে কোথায় বিষ্ণোই আন্দোলন  সংঘটিত হয়েছিল?

🔹 ১৭৩০ সালে, রাজস্থানের খেজারলি গ্রামে।


🛑তেহরি বাঁধটি কোথায় অবস্থিত?

🔹ভারতের উত্তরাখণ্ডের তেহরি গাড়োওয়াল জেলায় ভাগীরথী নদীর উপর। 

 

🛑 অ্যাপিেেকা আন্দোলন কবে কোথায় হয়েছিল?

 🔹১৯৮৩ সালে। পশ্চিমঘাটের কর্নাটকের উত্তর কন্নড় জেলায়।


🛑মিনামাটা রোগটি প্রথম কোথায় কবে আবিষ্কৃত হয়? 

🔹 ১৯৫৬ সালে, জাপানের মিনামাটা শহরে।


🛑কবে কোথায় ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?

🔹 ১৯৮৪ সালে, মধ্যপ্রদেশের ভোপালে ডিসেম্বর মাসে।


🛑ফুকুশিমা  পারমাণবিক বিপর্যয় কবে কোথায় হয়েছিল? 

🔹 জাপানের ফুকুশিমায়, ২০১১ সালে ১১ ই মার্চ।


🛑কেদারনাথ বন্যা কবে হয়েছিল? 

🔹 ২০১৩ সালের জুন মাসে । 


🛑 ঘূর্ণিঝড় আয়লা কত সালে হয়েছিল?

🔹 ২০০৯ সালে ২১মে সৃষ্টি, উপকূলভাগে আঘাত হানে ২৫মে।


🛑COVID-19 কবে, কোথায় দেখা যায়? 🔹 ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে।


🛑পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য গুলি প্রথম তালিকাভুক্ত হয় কোন সম্মেলনে? 

🔹১৯৭৭ সালের তিবলিসি সম্মেলনে।


🛑 ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম (IEEP) চালু করেছে কোন সংস্থা? 

🔹 UNESCO.


🛑 গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়? 

🔹 ১৯৮৬ সালে। 


🛑 ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম (MAB)

কবে চালু হয়?

🔹 ১৯৭১ সালে।


🛑ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এণ্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO) কবে গঠিত হয়?

🔹১৯৪৫ সালে। orar ghar


🛑 ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) কবে গঠিত হয়?


🛑 স্টকহোম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

🔹১৯৭২ সালে, সুইডেনে (৫-১৬)জুন মাসে। Probir dar


🛑 ওজোন স্তরের সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?

🔹 ১৯৮৫ সালে।


🛑পরিবেশ সম্পর্কিত প্রথম রিও সম্মেলন সালে হয়েছিল?

🔹 ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো তে।


🛑 রামসার সম্মেলন কবে কি উদ্দেশ্য হয়েছিল? 

🔹 ১৯৭১ সালে, জলাভূমি সংরক্ষণের জন্য।


🛑পরিবেশের সুস্থায়ী উন্নয়নের জন্য নাইরোবি সম্মেলন কবে কোথায় হয়েছিল?

🔹১৯৮৫ সালে কেনিয়ায়।


🛑 পরিবেশ বিষয়ক কোপেনহাগের সম্মেলন কবে কোথায় হয়েছিল?

🔹 ২০০৯ সালে, ডেনমার্কে।


🛑ভারতে মানব অধিকার সুরক্ষা আইন কত সালো

বলবৎ হয়? 

🔹১৯৯৩ সালের ২৮ ৷


🛑 NHRC পুরো কথা কী?

🔹ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন।


🛑 পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে তৈরি করা হয়েছিল?

🔹 ১৯৮৬ সালে।


🛑 ভারতীয় বন আইন কবে প্রণয়ন করা হয়? ও

🔹 ১৯২৭ সালো ৷


🛑বেঙ্গল স্মোক নুইসেন্স আইন কোন সালে প্রণয়ন করা হয়?

🔹 ১৯০৫ সালে।


🛑 জীববৈচিত্র্য সুরক্ষা আইন কত সালে প্রণয়ণ করা হয়? 

🔹 ২০০৩ সালে।


🛑এজেন্ডা-২১ কর্মসূচি কোন সম্মেলনে গৃহীত হয়?

🔹১৯৯২ সালের বসুন্ধরা সম্মেলনে।


🛑ভারতীয় উপকূলে সুনামি কবে হয়েছিল? 

🔹 ২০০৪ সালের ২৬ ডিসেম্বর।


🛑 ইকোফেমিনিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

🔹১৯৭৪ সালে ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া ডি'ইউবোন।




তোমাকে অনেক ধন্যবাদ Envs 2nd semester question answer_ environmental studies 2nd sem question answer _ccf এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟