Envs 2nd semester question answer_ environmental studies 2nd sem question answer _ccf
🛑১) কবে কোথায় তিবিলিসি ঘোষণা করা হয়েছিল?
🔹সোভিয়েত রাশিয়ার জর্জিয়ায় ১৯৭৭ সালে।
🛑 ২) ভারতে বন্যপ্রাণী সরক্ষণ আইন কবে পাস হয়? 🔹 ১৯৭২ সালে।
🛑৩) ভারতে বন সংরক্ষণ আইন কবে চালু হয়?
🔹 ১৯৮০ সালে।
🛑৪) ভারতে জলদূষণ প্রতিরোধ বণ প্রতিে নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়?
🔹 ১৯৭৪ সালে
🛑ভারতে বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অ কবে চালু হয়?
🔹 ১৯৮১ সালে।
🛑 কবে কোথায় মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়? 🔹কানাডার মন্ট্রিল-এ ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর।
🛑কবে কোথায় কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? 🔹জাপানের কিয়োটো তে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর।
🛑 কবে কোথায় চিপকো আন্দোলন শুরু হয়?
🔹 ১৯৭৩ সালে উত্তর প্রদেশের গাড়ওয়াল অঞ্চলে।
🛑চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখ।
🔹 সুন্দরলাল বহুগুনা, চন্ডী প্রসাদ ভাট, গৌরী দেবী।
🛑সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে কোথায় হয়েছিল?
🔹 কেরালার পালাক্কাদ জেলায়, ১৯৭৩ সালে।
🛑সাইলেন্ট ভ্যালি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কে?
🔹কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ (KSSP)| .
🛑 নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে কোথায় শুরু হয়?
🔹 ১৯৮৫ সালে, গুজরাট মধ্যপ্রদেশে।
🛑নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতার নাম লেখ। 🔹মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়।
🛑 সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী কাকে বলা হয়?
🔹সুগাথাকুমারী কে।
🛑কত সালে কোথায় জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়?
🔹 ১৯৮২ সালে, ঝাড়খণ্ডের সিংভূমে।
🛑 কত সালে কোথায় বিষ্ণোই আন্দোলন সংঘটিত হয়েছিল?
🔹 ১৭৩০ সালে, রাজস্থানের খেজারলি গ্রামে।
🛑তেহরি বাঁধটি কোথায় অবস্থিত?
🔹ভারতের উত্তরাখণ্ডের তেহরি গাড়োওয়াল জেলায় ভাগীরথী নদীর উপর।
🛑 অ্যাপিেেকা আন্দোলন কবে কোথায় হয়েছিল?
🔹১৯৮৩ সালে। পশ্চিমঘাটের কর্নাটকের উত্তর কন্নড় জেলায়।
🛑মিনামাটা রোগটি প্রথম কোথায় কবে আবিষ্কৃত হয়?
🔹 ১৯৫৬ সালে, জাপানের মিনামাটা শহরে।
🛑কবে কোথায় ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
🔹 ১৯৮৪ সালে, মধ্যপ্রদেশের ভোপালে ডিসেম্বর মাসে।
🛑ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কবে কোথায় হয়েছিল?
🔹 জাপানের ফুকুশিমায়, ২০১১ সালে ১১ ই মার্চ।
🛑কেদারনাথ বন্যা কবে হয়েছিল?
🔹 ২০১৩ সালের জুন মাসে ।
🛑 ঘূর্ণিঝড় আয়লা কত সালে হয়েছিল?
🔹 ২০০৯ সালে ২১মে সৃষ্টি, উপকূলভাগে আঘাত হানে ২৫মে।
🛑COVID-19 কবে, কোথায় দেখা যায়? 🔹 ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে।
🛑পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য গুলি প্রথম তালিকাভুক্ত হয় কোন সম্মেলনে?
🔹১৯৭৭ সালের তিবলিসি সম্মেলনে।
🛑 ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম (IEEP) চালু করেছে কোন সংস্থা?
🔹 UNESCO.
🛑 গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়?
🔹 ১৯৮৬ সালে।
🛑 ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম (MAB)
কবে চালু হয়?
🔹 ১৯৭১ সালে।
🛑ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এণ্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO) কবে গঠিত হয়?
🔹১৯৪৫ সালে। orar ghar
🛑 ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) কবে গঠিত হয়?
🛑 স্টকহোম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
🔹১৯৭২ সালে, সুইডেনে (৫-১৬)জুন মাসে। Probir dar
🛑 ওজোন স্তরের সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
🔹 ১৯৮৫ সালে।
🛑পরিবেশ সম্পর্কিত প্রথম রিও সম্মেলন সালে হয়েছিল?
🔹 ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো তে।
🛑 রামসার সম্মেলন কবে কি উদ্দেশ্য হয়েছিল?
🔹 ১৯৭১ সালে, জলাভূমি সংরক্ষণের জন্য।
🛑পরিবেশের সুস্থায়ী উন্নয়নের জন্য নাইরোবি সম্মেলন কবে কোথায় হয়েছিল?
🔹১৯৮৫ সালে কেনিয়ায়।
🛑 পরিবেশ বিষয়ক কোপেনহাগের সম্মেলন কবে কোথায় হয়েছিল?
🔹 ২০০৯ সালে, ডেনমার্কে।
🛑ভারতে মানব অধিকার সুরক্ষা আইন কত সালো
বলবৎ হয়?
🔹১৯৯৩ সালের ২৮ ৷
🛑 NHRC পুরো কথা কী?
🔹ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন।
🛑 পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে তৈরি করা হয়েছিল?
🔹 ১৯৮৬ সালে।
🛑 ভারতীয় বন আইন কবে প্রণয়ন করা হয়? ও
🔹 ১৯২৭ সালো ৷
🛑বেঙ্গল স্মোক নুইসেন্স আইন কোন সালে প্রণয়ন করা হয়?
🔹 ১৯০৫ সালে।
🛑 জীববৈচিত্র্য সুরক্ষা আইন কত সালে প্রণয়ণ করা হয়?
🔹 ২০০৩ সালে।
🛑এজেন্ডা-২১ কর্মসূচি কোন সম্মেলনে গৃহীত হয়?
🔹১৯৯২ সালের বসুন্ধরা সম্মেলনে।
🛑ভারতীয় উপকূলে সুনামি কবে হয়েছিল?
🔹 ২০০৪ সালের ২৬ ডিসেম্বর।
🛑 ইকোফেমিনিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
🔹১৯৭৪ সালে ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া ডি'ইউবোন।