ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে আলোচনা কর অথবা ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে টীকা লেখ অথবা,Triple Alliance কী

ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে আলোচনা কর অথবা ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে টীকা লেখ অথবা,Triple Alliance কী

 ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে আলোচনা কর অথবা ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে টীকা লেখ অথবা Triple Alliance কী

ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে আলোচনা কর অথবা ত্রিশক্তি মৈত্রী সম্পর্কে টীকা লেখ অথবা,Triple Alliance কী

1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মানি ঐক্য লাভ করেন ৷ 1871 খ্রিস্টাব্দে জার্মানি ঐক্যবদ্ধ হবার পর থেকে ইউরোপীয় রাজনীতির ভার কেন্দ্র হয়ে ওঠে বার্লিন ৷ কূটনীতির জাদুঘর বিসমার্ক হয়ে উঠেছিলেন ইউরোপীয় রাজনীতির মূল নিয়ন্ত্রক ৷ জার্মানির ঐক্য সম্পন্ন করার পর বিসমার্ক মূলত দুটি উদ্দেশ্য নিয়ে ইউরোপীয় রাজনীতিতে আবর্তিত হয়েছিল যথা - প্রথমতঃ জার্মানিকে তিনি একটি "পরিতৃপ্ত দেশ" হিসাবে চিহ্নিত করন ৷ এর ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলির জার্মানি সম্পর্কে অহেতুক রীতি দূর হয় এবং জার্মান বিরোধী শক্তি যোগ গঠনে বিরত হয় ৷ দ্বিতীয়তঃ ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্সকে নিঃসঙ্গ রেখে তাকে দুর্বল করে রাখা ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

উপরিউক্ত দুটি উদ্দেশ্য সফল করার জন্য ১৮৭৩ সালে অস্ট্রিয়া রাশিয়া ও জার্মানির মধ্যে ড্রেসকাইজার বুল্ড বা তিন সম্রাটের মৈত্রী বা ত্রিশক্তি মৈত্রী ৷ যদিও বলকান অঞ্চলে রাশিয়ার স্বার্থ বিঘিন্ন হলে রাশিয়া এই চুক্তি ত্যাগ করেন ৷ এই অবস্থায় বিসমার্ক ১৭৮৯ খ্রিস্টাব্দে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে তোলেন ৷ এটি ছিল ত্রিশক্তি মৈত্রী প্রথম ধাপ যদিও এরপরেও জার্মানি রাশিয়া আর বন্ধুত্ব লাভে উৎসাহী হয়ে উঠেছিল ৷ এরই ফলস্বরূপ ১৮৮১ সালে জার্মানি অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে ড্রেসকাইজারবুন্ডনিস প্রতিষ্ঠিত হয় ৷ কিন্তু শীঘ্রই বুলগেরিয়ার সংকটকে কেন্দ্র করে রাশিয়া এই চুক্তি ভেঙ্গে বের হয়ে বেরিয়ে যান । কিন্তু ইটালি ও অস্ট্রিয়ার স্বার্থ পরস্পর বিরোধী হওয়ায় দুই দেশের মধ্যে মিত্রতা সম্ভব হচ্ছিল না তবে শীঘ্রই রোম ও টিউনিস দখলকে কেন্দ্র করে ফ্রান্স ও ইটালির মধ্যে সংজ্ঞা দেখা দিলে ইতালি ত্রিশক্তি মৈত্রীতে স্বাক্ষর করতে সম্মত হয় । শেষ পর্যন্ত ১৮৮২ খ্রিস্টাব্দে ভিয়েনা শহরে জার্মানি অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ত্রিশক্তি মৈত্রী সম্পাদিত হয় ৷

এই চুক্তিতে স্থির হয় ফ্রান্স যদি ইটালিকে আক্রমণ করে তাহলে জার্মানি ও অস্ট্রিয়া ইতালির পক্ষ নেবে, আরো বলা হয় যদি একাধিক শক্তি কোন মিত্র কে আক্রমণ করে তবে তিন মিত্র একসঙ্গে ওই শক্তি জোটের বিরুদ্ধে লড়াই করবে ৷ অন্যদিকে তিন মিত্র শক্তির মধ্যে কোনো দুটি শক্তির মধ্যে বিবাদ দেখা দিলে তৃতীয় শক্তি পুরোপুরি নিরপেক্ষ থাকবে । এইভাবে বিসমার্ক জার্মানির নিরাপত্তা ও ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখার সম্পূর্ণ প্রয়াস করেন ৷ 1890 খ্রিস্টাব্দে বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ইউরোপের রাজনীতি পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, কাইজার দ্বিতীয় উইলিয়ামের ভ্রান্তনীতি ইউরোপ বা বিশ্বকে প্রথম বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟