ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক পরিস্থিতি বিচার কর

ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক পরিস্থিতি বিচার কর

ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক পরিস্থিতি বিচার কর। অথবা,১৭৮৯ খ্রিস্টাব্দের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল বা,ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজের তিনটি সম্পদায়ের সম্পর্কে একটি টীকা লেখো। 


ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক পরিস্থিতি বিচার কর। অথবা,১৭৮৯ খ্রিস্টাব্দের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল বা,ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজের তিনটি সম্পদায়ের সম্পর্কে একটি টীকা লেখো।


ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা ছিল মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক এবং অত্যন্ত বৈষম্যমূলক সমাজের মানুষ সাধারণত তিনটি সম্প্রদায় বিভক্ত ছিল যথা (১).যাজকদের নিয়ে গঠিত প্রথম সম্প্রদায় (২).অভিজতদের নিয়ে গঠিত দ্বিতীয় সম্প্রদায় এবং (৩).বুর্জোয়া ,মধ্যবিত্ত ব্যবসায়ী, দরিদ্র, কৃষক, শ্রমিক ও সর্বহারা দিয়ে নিয়ে গঠিত তৃতীয় সম্প্রদায় ৷



1789 খ্রিস্টাব্দে আগে ফ্রান্সের সামাজিক অবস্থাঃ

প্রথম সম্প্রদায় যাজক সম্প্রদায় ছিল সমাজের সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী তাদের মোট জনসংখ্যার 1 শতাংশের কম হলেও দেশের পাঁচের এক অংশ কৃষি জমি ছিল তাদের হাতে এর জন্য তারা রাজাকে কোন কর দিত না গির্জার আয় এবং আদায় কর ধর্ম কর মৃত্যু কর বিবাহ কর প্রভৃতি ব্যয় করে তারা অত্যন্ত বিলাসিতায় দিন কাটাতো ৷ অধ্যাপক সালভেমিনি বলেছেন যে," উচ্চ ও নিম্নজাজকদের বিবাদ ফরাসি বিপ্লবের প্রাথমিক সাফল্যের অন্যতম কারণ ছিল ৷"


বিপ্লবের আগে ফরাসি সমাজে যে তিনটি প্রধান সম্প্রদায় ছিল তার মধ্যে অন্যতম ছিল অভিজতদের নিয়ে গঠিত দ্বিতীয় সম্প্রদায় ৷ দ্বিতীয় সম্প্রদায় অভিজাতরা ছিল অপর সুবিধাভোগী শ্রেণী ৷ অভিজতদের মোট জনসংখ্যার মাত্র ১.৫% হলেও দেশের ৩ এর এক অংশ কৃষি জমি ছিল তাদের হাতে। এর জন্য তারা রাজাকে কোন ভূমিকর দিত না । তারা প্রজাদের কাছ থেকে বিভিন্ন সামন্ত করা আদায় করতে এবং প্রশাসন ও বিচার বিভাগের উচ্চপদ গুলি দখল করতো ৷ 


বিপ্লবের আগে ফরাসি সমাজে বিদ্যমান তিনটি প্রধান সম্প্রদায়ের মধ্যে অন্যতম ছিল বুর্জোয়া বা কৃষক, শ্রমিক ও সর্বহারা ভবঘুরে বা সকুলোৎ প্রমূখ দের নিয়ে গঠিত তৃতীয় সম্প্রদায় ৷ তৃতীয় সম্প্রদায় বুর্জয়া ধনী ব্যবসায়ী শিল্পপতি ব্যাংক মালিক শিক্ষক চিকিৎসক কৃষক শ্রমিক সর্বহারা ভবঘুরে বা সাকুলোত ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত দেশের অন্তত ৯৮% জনসংখ্যা হসতেও তারা কোন সুযোগ-সুবিধা পেত না তারা বিভিন্ন ধরনের করভারে জর্জরিত ছিল ৷



লেফে ফর, জোরেস সালফেমিনি প্রমুখ  ঐতিহাসিক সামাজিক অসাম্যকে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟