কমিকন কি আলোচনা কর
কমিকন শব্দের তাৎপর্য হল অনেক গভীর ৷ বিশ্বযুদ্ধ তার ইউরোপীয় রাজনীতিতে কবি করে গুরুত্ব ছিল অপরিসীম । পশ্চিম ইউরোপের ক্ষেত্রে মার্শাল পরিকল্পনা অভাবনীয় সাফল্য লাভের পর সোভিয়েত ইউনিয়ন উৎসাহিত হয়ে পড়েন এর রাষ্ট্রমন্ত্রী ডি মল্টোভ কমেকন বা "Council of mutual economic aid" প্রবর্তন করেন এর উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপের রাষ্ট্রের অর্থনীতিকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা ৷ যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের অর্থনীতিকে পূণজীবিত করা এবং পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো উপর সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক আধিপত্যের পরিপূরক হিসাবে কমিকনের সূত্রপাত ঘটে ৷ পূর্ব ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন সোভিয়েত ইউনিয়নের ধাচেই তৈরি হয়েছিল ৷ ভারী শিল্পের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় ৷ সেই তুলনায় ভোগপন্য উৎপাদন কম করা এবং পাইকারি শিল্প কারখানা তুলনামূলকভাবে কম গুরুত্ব অর্জন করা ৷ অভিজাত ভূ-স্বামীর শ্রেণীর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া শুরু হয় এবং একই সঙ্গে যৌথ খামারি করণ প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয় ।
অর্থনীতির দিক থেকে দ্রুত গতিতে অগ্রসর হলেও কমেকনের জাতীয় কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি ৷ কারন কমেকনের নীতি ছিল ধীরে চলন নীতি । এর সদস্য দেশগুলোই ছিল আলবেনিয়া, বুলগেরিয়া, চেক পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া যুগশ্লাভিবিয়া,স্পেন ও ভিয়েতনাম ৷ ১৯৬১ খ্রিস্টাব্দের পর চীন কমিকনের সম্মেলনে যোগদান করেন ৷ Adam Zwass তার "The Council of mutual economic assitency the theory path from political to economic integration" নামক গ্রন্থে কমিকনকে একটি সর্বশেবক এবং একক কর্তৃত্বকারী হিসেবে চিহ্নিত করেছেন ৷ ১৯৬০ এর দশকে কমেকনের সদস্য সংখ্যা ক্রমশ হ্রাস পেয়ে ১০সে নেমে আসে, সোভিয়েত ইউনিয়ন এবং ছয়টি পূর্ব ইউরোপের দেশ এবং তিনটি অতিরিক্ত এলাকার সদস্য ভৌগোলিক দিক থেকে কমিশনের সদস্যকে একত্রিত করা যায়নি ।
William keylar এর মতে," কমেকনের লক্ষ্য ছিল পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলির উপর সোভিয়েত ইউনিয়নের প্রাধান্য ও প্রতিপত্র বজায় রাখা ।" পূর্ব ইউরোপের অর্থনৈতিক রসদ ও সম্পত্তিকে কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক পুনর্জীবন ঘটানো ৷ জয়েন্ট স্টক কোম্পানি প্রতিষ্ঠা করে রাশিয়ার নিয়ন্ত্রণ স্থাপন করা ৷ বাণিজ্যিক ভারসাম্যকে সোভিয়েত ইউনিয়নের অনুকূল নিয়ে আসা ৷ 1960 এর দশকে রোমানিয়া কমিউনিস্ট পার্টির নেতা নিকলাই চেসেস্কু কিছুটা স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করেন ৷ তিনি কমেকনের পদক্ষেপ সম্পূর্ণ মেনে নিতে চাইনি ৷ কারণ রোমানিয়া ছিল দ্রুত শিল্পায়নের পক্ষে। অন্যদিকে পোল্যান্ড হাঙ্গেরি কমিকনের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছিলেন ৷ কারণ সোভিয়েত ইউনিয়নের বাজার দরের চেয়ে কম দামে কাঁচামাল বিক্রয় করা হতো ফলে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলির সোভিয়েত ইউনিয়নের নীতিকে বিরোধিতা করেছিল ৷ সুতরাং কমেকন এবং ওয়ারশ চুক্তি পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব ক্ষুন্ন করে ৷ সুতরাং কমেকনের ব্যর্থতা ছিল স্বাভাবিক ৷