অন্তপুরিকার শাসন সম্পর্কে আলোচনা কর বা অন্তপরী কার শাসন সম্পর্কে টীকা লেখ
![]() |
স্মিথের এই বক্তব্যকে ডঃ ঈশ্বরী প্রসাদ ,শ্রীবাস্তব, আর পি ত্রি পার্টি প্রমুখ মানতে অস্বীকার করেছেন ৷ আবুল ফজলের মন্তব্য থেকে জানা যায় যে বৈরাম খান অপসারণ এর পর আকবর দক্ষ ও বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পুনর্গঠন করেছিলেন ৷ ঘটনা চক্রের সদস্যদের অধীনে অনেকগুলি গুরুত্বপূর্ণ দপ্তর থেকে গিয়েছিল ৷ আকবর সত্তর ক্ষমতা হ্রাস করে নিজের কর্তৃত্ব ও প্রশাসনের মর্যাদা রক্ষা করেছেন ৷ একের পর এক সদস্যদের শাস্তি দিতে উদ্যত হয়েছেন ৷ অবশ্য মাহম অনাঘার অনুরোধে তাদের ক্ষমা প্রদর্শন করেছিলেন ৷
১৫৬২ খ্রিস্টাব্দে দুষ্টুর মুনির (মাহম অনাঘার )প্রভাব থেকে আকবর মুক্তি পান এবং পরের বছর হিন্দুদের উপর তীর্থ কর তুলে দেন ৷ ১৫৬৪ খ্রিস্টাব্দে আকবর মুসলমানদের ওপর জিজিয়া কর তুলে দিয়ে সহিষ্ণুতার পরিচয় দেন ৷ এই সকল কাজের সাথে আকবরের ভবিষ্যৎ চরিত্র জাতির সামঞ্জস্য পাওয়া যায় ৷ তাই বলা চলে তথাকথিত অন্তঃপরীক্ষার শাসন বাস্তব ক্ষেত্রে গভীর কোন প্রভাব বিস্তার অবশ্যই করতে পারেননি ৷