ফারুকশিয়ারের ফরমানের তাৎপর্য লেখ।

ফারুশিয়ার ফরমানের তাৎপর্য লেখ।

 ফারুকশিয়ারের ফরমানের তাৎপর্য লেখ।

1717 খ্রীঃ গুন সুরম্যানের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদলে মুঘল সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র বা দস্তক লাভ করে তা ফারুখশিয়ারের ফরমান নামে পরিচিত । ফারুখশিয়ারের ফরমানের নানা দিক লক্ষ্য করা যায় ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

  1. ইংরেজ কোম্পানি বার্ষিক মাত্র ৩ হাজার টাকার বিনিম্ন বাংলায় বিনা শুল্কে আমদানি ও রপ্তানি বাণিজ্য করার অধিকার পায় ।
  2. কোম্পানি কলকাতার সন্নিহিত ৩৮ টি গ্রাম সামান্য অর্থের বিনিময় কেনার অধিকার পায়।
  3. বাণিজ্যের ব্যাপারে কোম্পানি তার ছাড়পত্র বা ‘দস্তক’ ব্যবহারের অনুমতি পায় এবং
  4. কোম্পানি মুরশিদাবাদের টাকশাল ব্যবহার করার অনুমতি পায় ৷


ইউরোপের অন্যান্য বণিক কোম্পানি গুলোর মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বাণিজ্য করার গুন্য বাংলায় কুটি নির্মাণ করে ৷ পরপর তারা মোঘল সম্রাট ফারুখশিয়ার কাছ থেকে বার্ষিক ৩ হাজার টাকার বিনিময় বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য দস্তক লাভ করেন ৷ অর্থাৎ এই ফরমান এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে । ঐতিহাসিক ওরম্ (Orme) এই ফরমানকে কোম্পানির ‘ম্যাগনা কার্টা’ বা ‘মহাসনদ’ বলে অভিহিত করেছেন ৷ ইতিহাসবিদ সি. আর উইলসন-এর মতে," ফরমান লাভ ছিল কোম্পানির একটি সত্যিকারের কূটনৈতিক সাফল্য ।" ফারুখশিয়ারের দেওয়া ফরশানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক বাংলার বাণিজ্যের খেত্রে পুরুপ্তপূর্ণ ভূমিকা নেয় ।


কোম্পানি এখন থেকে বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করল । অর্থাৎ নবাবের যে অনুমতি পত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছে এটি দেখালে নবাবের কোনো কর্মচারী ইংরেজদের কোনো জাহাজ পরীক্ষা করবে না । অর্থাৎ দস্তকের সুযোগ নিয়ে ইংরেজ কোম্পানি বাণিজ্যিক প্রতিদন্দ্বিতায় ইউরোপীয় অন্যান্য বনিক কোম্পানিগুলির তুলনায় এগিয়ে যায় । ইংরেজ কোম্পানির মতো বিনা শুল্কে বানিজ্য করতে না পারায় দেশীয় বণিক গোষ্ঠী বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয় । সুতরাং, ফারুখশিয়ার ফরমানের পরিনাম হিসাবে ব্রিটিশ কোম্পানি ভারতে ইংরেজ শাসনের ভিত্তি প্রস্তুত করে।


সম্ভাব্য প্রশ্নঃ -
(১). ফারুকশিয়ারের ফরমান এর গুরুত্ব কী ছিল 
(২). ফারুকশিয়ারের ফরমান এর শর্ত গুলি কি 
(৩). ফারুকশিয়ারের ফরমান এর গুরুত্ব কি
(৪). ফারুকশিয়ারের ফরমান pdf
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ ফারুকশিয়ারের ফরমানের তাৎপর্য লেখ। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟